শনিবার গভীর রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী (Minister)। স্বাভাবিক খাওয়া-দাওয়া করলেও তাঁর পেটের সমস্যা দেখা দিয়েছিল। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল অর্থাৎ শনিবার রাত প্রায় তিনটে নাগাদ রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ভর্তি করা হয় হাসপাতালে। তড়িঘড়ি চিকিৎসাও শুরু হয়।হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন সুজিত বসু, তাঁর পেটের সমস্যা অনেকটাই মিটেছে। আজ রবিবার তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা। সব ঠিক থাকলে শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।