Monday, November 10, 2025

মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে কৃতজ্ঞতা জানাবেন। রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শংকর ভট্টাচার্য।পরনে সাদামাটা একটা টি-শার্ট। আর তার বুকে মুখ্যমন্ত্রীর ছবি। যেখানে লেখা  “বীরনগরী অঞ্চল তৃণমূলের সৈনিক।” এইভাবেই গত ২৫ দিন ধরে ধরে জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে আপাতত রানাঘাটে পৌঁছেছেন তিনি।


আরও পড়ুন:চার মাসের জেল ও দু’হাজার টাকা জরিমানা! বিজয় মাল্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের


কিন্তু কেন পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চান শংকর? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও ডুয়ার্সের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে কালীঘাটে যাচ্ছি। একটিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। জলপাইগুড়ি ও ডুয়ার্সের মানুষ কতটা উপকৃত সে বিষয়ে তাঁকে অবহিত করতে।’শুধু তাই নয়, তিনি বলেন, ‘ডুয়ার্স থেকে আমি মাটি নিয়ে এসেছি। সেই মাটি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব।তাঁর কাছে আবেদন করব, কোনওভাবেই যেন ডুয়ার্স ভাগ না হয়ে যায়, তা যেন তিনি নিশ্চিত করেন।’


গত ১৫ জুন ডুয়ার্স থেকে যাত্রা শুরু করেন ডুয়ার্স নিবাসী শংকর ভট্টাচার্য।শনিবার রানাঘাটে পৌঁছন তিনি। রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। এখন শংকরের প্রতীক্ষা কখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। রবিবার সকালেই ফের কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।

 


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version