Wednesday, November 12, 2025

গুজরাতের (Gujrat) ভুয়ো আইপিএল (IPL)। ভুয়ো ক্রিকেটার ভুয়ো আম্পায়ার, এমনকি ভুয়ো ধারাভাষ‍্যকার। আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পরই, গুজরাতের মলিপুর গ্রামে আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট লিগের। যার নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ। সেই দেখেই রাশিয়ার বিভিন্ন শহর থেকে ক্রিকেট ম্যাচে টাকা লাগাতেন সে দেশের মানুষরা। অবশেষে খবর পেয়ে সেই নকল আয়োজকদের গ্রেফতার করল গুজরাত পুলিশ।

কীভাবে আয়োজন করা হচ্ছিল এই ভুয়ো প্রতিযোগিতা? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২২ আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পরে গুজরাতের মলিপুর গ্রামে ‘ক্রিকেট লিগ’ শুরু হয়। বেটিংয়ে আসক্ত ব্যক্তিদের বোকা বানাতে একেবারে ছক কষে এগিয়েছিল ওই প্রতারণা চক্র। ২১ জন শ্রমিক এবং বেকার যুবকদের ঘুরিয়ে-ফিরিয়ে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পড়িয়ে ম‍্যাচ খেলানো হচ্ছিল। পাঁচটি হাই-ডেফিশন ক্যামেরার সামনে আম্পায়ারিং করা হচ্ছে বলেও দেখানোর চেষ্টা করা হয়েছিল। পুরো বিষয়ে গ্রহণযোগ্যতা আনতে ইন্টারনেট দর্শকদের উচ্ছ্বাসের অডিয়ো ডাউনলোড করে চালানো হত। এমনকি এক বিখ্যাত ধারাভাষ‍্যকারের গলার নকল করে চলত ধারাভাষ‍্য। যা আইপিএল নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ম্যাচের ‘সরাসরি’ সম্প্রচারও করা হত বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আয়োজক শোয়েব দাবদা আট মাস রাশিয়ার একটি পানশালায় কাজ করেছেন। কাছ থেকে দেখেছেন সেখানে কী ভাবে বিভিন্ন ম্যাচে টাকা লাগানো হয়। সেই সময় আসিফ মহম্মদ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। আসিফই রাশিয়ার কিছু জুয়াড়ির সঙ্গে কথা বলে ক্রিকেট ম্যাচে টাকা লাগানোর টোপ দেন। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে এই জুয়াড়িদের থেকে টাকা আদায় করা হত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:Bhagwani Devi Dagar: নজির গড়লেন ভগবানী দেবী,  ৯৪ বছর বয়সে দৌড়ে আনলেন সোনার পদক, শটপুটে পেলেন ব্রোঞ্জ

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version