Monday, August 25, 2025

আসার কথা ছিল শনিবার। তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর জেরে দেশে রাষ্ট্রীয় শোক থাকায় সফরসূচি পরিবর্তন করেন এনডিএ-র(NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী(Presidencial Candidate) দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। অবশেষে সোমবার রাজ্যে আসছেন তিনি। জানা গিয়েছে, এদিন বিকেল ৪.৩০ টায় আসবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে শিলিগুড়িতে কর্মসূচি সেরে সন্ধে ৭ টার কলকাতা(Kolkata) বিমানবন্দরে পা রাখবেন তিনি। মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে তাঁর।

জানা গিয়েছে, এদিন বিকেল ৪.৩০ টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন দ্রৌপদী। সেখান থেকে শিলিগুড়িতে পৌছে সিকিমের এনডিএ সরকারের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। যাদের মধ্যে ১২ জন বিজেপি বিধায়ক। এরপর সেখান থেকে সন্ধে ৭ টায় কলকাতা বিমানবন্দরে নেমে সোজা রাজারহাটের একটি অভিজাত হোটেলে যাবেন তিনি। সেখানে রাত্রিবাস করার পর মঙ্গলবার সকাল ৮.৩০ নাগাদ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে যাবেন। স্বামীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে প্রচার শুরু করবেন রাষ্ট্রপতি প্রার্থী। সেখান থেকে দুপুরে বাইপাস লাগোয়া এক পাঁচতারা হোটেলে বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুর্মু। সারবেন রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলাপচারিতা। বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাত সেরে সন্ধের বিমানে ফের দিল্লি ফিরে যাবেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোটের ময়দানে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত শনিবার বাংলায় আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর। কিন্তু গত শুক্রবার আচমকাই ভোটপ্রচারে গিয়ে এক আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতবন্ধু শিনজো আবের। যার ফলে গত শনিবার ভারতে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেওয়াা হয়। সেদিন সমস্ত প্রচার বন্ধ রাখেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ২১ শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version