Friday, August 22, 2025

Ranbir Kapoor: ‘সামসেরা’ দেখতে পেলেন না বাবা, আক্ষেপ আর স্মৃতিচারণায় নস্টালজিক রণবীর

Date:

বরাবরই নিজের কাজকে ভালবাসেন আর কে (RK)। কেরিয়ারের শুরু থেকে নানা ধরণের চরিত্রে এক্সপেরিমেন্ট করে গেছেন। এবার তাঁর নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই মুগ্ধ রণবীরের (Ranbir Kapoor) অনুরাগীরা। বরাবর বাণিজ্যিক ছবি করবেন বলেই ভেবেছিলেন রণবীর। কিন্তু এই প্রথম কোনও ঐতিহাসিক ছবিতে কাজ করলেন তিনি। আর সেই ছবির প্রোমোশনেই নস্টালজিক ঋষি-পুত্র।

এক যুগের বেশি সময় হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ঋষি- পুত্র। একের পর এক চরিত্রে তাঁর দক্ষ অভিনয় গুণে মুগ্ধ হয়েছেন ফ্যানেরা। কিন্তু তিনি কখনই কোনও ঐতিহাসিক চরিত্রে কাজ করতে সম্মত হন নি। এতদিনে কারণ স্পষ্ট করলেন আর কে(RK)। তিনি জানাচ্ছেন এতদিন বাবার কথা মেনেই তিনি সিনেমার চরিত্র নির্বাচন করেছেন। তাঁর কথায়, “বাবা বলতেন, ধুতি পরতে হবে এমন কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় কোরো না। ওই সব ছবি করে কিছু হয় না। বেশি করে বাণিজ্যিক ছবি করার চেষ্টা করো।” তবে ‘সামসেরা'(Shamshera)ছবিতে অভিনয় করে বাবাকে খুব মিস করেছেন রণবীর।যশ রাজ ফিল্মসের (Yash Raj Films)প্রযোজনায় করণ মালহোত্রার (Karan Malhotra) ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২২ জুলাই। রণবীরের সঙ্গে সেই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত (Sanjay Dutta) এবং বাণী কাপুরের (Vani kapoor)মতো অভিনেতাদেরও।এই ছবিতে ১৯ শতকের ডাকাত সর্দারের চরিত্রে সাবলীল অভিনয় করেছেন রণবীর কাপুর। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বাধীনতার পটভূমিতে এই ছবির গল্প তৈরি হয়েছে। এক গ্রামের গরিব বাসিন্দাদের হয়ে লড়াই করে নিজের জনজাতিকে স্বাধীন করার গল্প বলেছে এই ছবি। চরিত্রের প্রয়োজনে এখানে ধুতি পরেছেন রণবীর। তবে আক্ষেপ এই ছবি দেখে যেতে পারলেন না ঋষি কাপুর (Rashi Kapoor)। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, একই ধরনের চরিত্র না করে পরীক্ষা-নিরীক্ষা করলে, বিভিন্ন রকম ভূমিকায় নিজেকে প্রমাণ করার মধ্যে একটা অনুশীলন আছে। সেই কারণেই তিনি ‘সামসেরা’তে অভিনয় করেছেন। পরীক্ষা শেষ এবার নম্বর দেবেন দর্শক।


Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version