Tuesday, May 6, 2025

মোদির রাজ্যে শিক্ষার একি হাল! একলাইন ইংরাজি অনুবাদ করতেই গলদঘর্ম প্রধান শিক্ষক

Date:

একলাইন হিন্দি থেকে ইংরেজি অনুবাদ করতে পারেন না স্কুলের প্রধান শিক্ষক। উল্টে সাব ডিভিশনাল অফিসারের একের পর এক প্রশ্নে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছেন এসডিও-র দিকে। একটি সহজ হিন্দি বাক্যকে ইংরাজিতে অনুবাদ করতে গিয়ে রীতিমত গলদঘর্ম হয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক।  বিহারের মতিহারি জেলার ওই শিক্ষকের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।কেউ কেউ প্রশ্ন তুলেছেন নীতীশ কুমারের রাজ্যের শিক্ষার হাল নিয়েও। কেউ আবার রীতিমত বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন।


আরও পড়ুন:সোনিয়া গান্ধীকে ফের তলব করল ইডি

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাব-ডিভিশনাল অফিসার (SDO) স্কুল পরিদর্শনে এসেছেন। আর তখনই তাঁকে একটি সহজ হিন্দি বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে বলেন এসডিও। সেটা করতে গিয়েই বিন্দু বিন্দু ঘাম জমেছে প্রধান শিক্ষকের কপালে।


সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি মোতিহারি জেলার পকড়িদয়াল ব্লকের এসডিও রবীন্দ্র কুমার গিয়েছিলেন এলাকার সরকারি স্কুল পরিদর্শনে। আচমকা পরিদর্শনে গিয়ে এসডিও স্কুলের যে ছবি দেখলেন, তাতে তিনি রীতিমত স্তম্ভিত। স্কুলের প্রধান শিক্ষকের ইংরাজি ভাষার উপর দখল দেখে হতবাক তিনি। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা দেখে উদ্বিগ্ন সকলেই।

স্কুল পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে যান তিনি। তখন সেখানে ক্লাস নিচ্ছিলেন সহ-শিক্ষক মুকুল কুমার। সেই শিক্ষককে জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য জিজ্ঞেস করেন এসডিও। কিন্তু উত্তর দিতে গিয়ে নাকাল হন শিক্ষক। এরপর এসডিও যান প্রধান শিক্ষকের ঘরে। সেখানে সামান্য হিন্দি থেকে ইংরাজিতে অনুবাদের প্রশ্ন করতেও উত্তর দিতে  ব্যর্থ হন প্রধানশিক্ষক।

পরিদর্শনের শেষ এসডিও জানান ‘শিক্ষকরাই পড়াশোনা করতে ভুলে গিয়েছেন। শিক্ষা দফতরের উচিত মাঝে মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ‘

 


Related articles

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...
Exit mobile version