Saturday, August 23, 2025

মোদির রাজ্যে শিক্ষার একি হাল! একলাইন ইংরাজি অনুবাদ করতেই গলদঘর্ম প্রধান শিক্ষক

Date:

একলাইন হিন্দি থেকে ইংরেজি অনুবাদ করতে পারেন না স্কুলের প্রধান শিক্ষক। উল্টে সাব ডিভিশনাল অফিসারের একের পর এক প্রশ্নে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছেন এসডিও-র দিকে। একটি সহজ হিন্দি বাক্যকে ইংরাজিতে অনুবাদ করতে গিয়ে রীতিমত গলদঘর্ম হয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক।  বিহারের মতিহারি জেলার ওই শিক্ষকের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।কেউ কেউ প্রশ্ন তুলেছেন নীতীশ কুমারের রাজ্যের শিক্ষার হাল নিয়েও। কেউ আবার রীতিমত বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন।


আরও পড়ুন:সোনিয়া গান্ধীকে ফের তলব করল ইডি

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাব-ডিভিশনাল অফিসার (SDO) স্কুল পরিদর্শনে এসেছেন। আর তখনই তাঁকে একটি সহজ হিন্দি বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে বলেন এসডিও। সেটা করতে গিয়েই বিন্দু বিন্দু ঘাম জমেছে প্রধান শিক্ষকের কপালে।


সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি মোতিহারি জেলার পকড়িদয়াল ব্লকের এসডিও রবীন্দ্র কুমার গিয়েছিলেন এলাকার সরকারি স্কুল পরিদর্শনে। আচমকা পরিদর্শনে গিয়ে এসডিও স্কুলের যে ছবি দেখলেন, তাতে তিনি রীতিমত স্তম্ভিত। স্কুলের প্রধান শিক্ষকের ইংরাজি ভাষার উপর দখল দেখে হতবাক তিনি। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা দেখে উদ্বিগ্ন সকলেই।

স্কুল পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে যান তিনি। তখন সেখানে ক্লাস নিচ্ছিলেন সহ-শিক্ষক মুকুল কুমার। সেই শিক্ষককে জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য জিজ্ঞেস করেন এসডিও। কিন্তু উত্তর দিতে গিয়ে নাকাল হন শিক্ষক। এরপর এসডিও যান প্রধান শিক্ষকের ঘরে। সেখানে সামান্য হিন্দি থেকে ইংরাজিতে অনুবাদের প্রশ্ন করতেও উত্তর দিতে  ব্যর্থ হন প্রধানশিক্ষক।

পরিদর্শনের শেষ এসডিও জানান ‘শিক্ষকরাই পড়াশোনা করতে ভুলে গিয়েছেন। শিক্ষা দফতরের উচিত মাঝে মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ‘

 


Related articles

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...
Exit mobile version