রাজ্যের ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দেওয়ার নির্দেশ প্রাথমিক শিক্ষা সংসদের

এবার রাজ্যে প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দিতে বলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। তারা জানিয়েছেন, এইসব নথি সিবিআই চেয়েছে তদন্তের স্বার্থে। হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে সিবিআই। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথি তারা ৪৩ হাজার শিক্ষককে জমা দিতে বলেছে। আগামী বুধবারের মধ্যে এই নথি প্রাথমিক শিক্ষ সংসদের দফতরে পাঠাতে বলা হয়েছে।নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বুধবারের মধ্যে ইমেল করে পাঠিয়ে দিতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি আরসি বাগচি।

আরও পড়ুন- পালানোর ছক কষলেও দুবাই যাওয়া হল না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তাঁর ভাইয়ের

এদিকে মঙ্গলবারই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ করেছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে৷

 

 

Previous articleযতদিন মমতা আছেন বাংলা ভাগ হবে না: বিভাজনকারী বিজেপিকে তোপ অভিষেকের
Next articleশপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে আহত অমর রাই