Sunday, August 24, 2025

করোনা মহামারির জন্য দু’বছর রাজ্যের শাসক দল তৃণমূলের সবচেয়ে বড় বার্ষিক রাজনৈতিক কর্মসূচি একুশে জুলাইয়ের সমাবেশ করা যায়নি। ভার্চুয়ালি হলেও ধর্মতলায় লক্ষাধিক জনসমাবেশ ঘটানো হয়নি। এবার একুশে জুলাই সমাবেশ তাই বাড়তি তাৎপর্যপূর্ণ আদায় করে নিয়েছে।

অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি সভা-প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির। তারই অঙ্গ হিসেবে আজ কলকাতা পুরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডে একটি সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। এ ছাড়াও উল্লেখযোগ্য ভাবে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা, ওয়ার্ডেই পৌর প্রতিনিধি অয়ন চক্রবর্তী-সহ আরও অনেকে।

এদিনের সভা থেকে যা বললেন বাবুল সুপ্রিয়

তৃণমূল একটি পরিবারের মতো। এই দলে না এলে বুঝতেই পারতাম না, তৃণমূল কীভাবে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলে। আমি কুর্নিশ জানাই।

খুব ক্ষোভ, হতাশা, অপমান থেকে বিজেপি ছেড়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজনীতিতে পুনর্জন্ম দিয়েছেন। বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে বড়াই করে। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর আমি দ্বিতীয় বাঙালি, যে বাংলা থেকে বিজেপির হয়ে লোকসভায় জিতেছিলাম। কিন্তু বিজেপি বাঙালি বিদ্বেষী দল। একজন বাঙালি সাংসদ পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না কেন্দ্রে?


রাজনীতিতে একটি ফোকাস দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোকাস। আমরা শিল্পীরা খুব সেন্টিমেন্টাল হই। তৃণমূল যেভাবে আমাকে গ্রহণ করেছে, স্বাগত জানিয়েছে তাতে আমি আপ্লুত। কৃতজ্ঞ।

একুশে জুলাই এমন একটি দিন, যার সঙ্গে ইংরেজ আমলের জালিয়ানাওয়াবাগকে তুলনা করা যায় জালিয়ানাওয়াবাগকে যেমন ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না, ঠিক তেমনই একুশে জুলাইকেও ভোলা যাবে না।বাম আমলে এই দিনে মমতাদির সঙ্গে যাঁরা আন্দোলনে পা মিলিয়ে ছিলেন তাঁদের উপর নির্মমভাবে সিপিএমের পুলিশ গুলি চালিয়েছিল।

সেদিন দাবি ছিল, নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। তখন নির্বাচন কমিশন রেশন কার্ডের উপর ভিত্তি করে ভোট নিতো। কিন্তু ভোটারের থেকে রেশন কার্ড বেশি ছিল সিপিএমের সেই অত্যাচার, সন্ত্রাস আমরা দেখেছি। মমতাদি সেই সবকিছুর বিরুদ্ধে লড়াই করে বাংলাকে বাঙালির করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। একুশে জুলাই নিয়ে আমি বেশি কিছু বলবো না। এবার আমার প্রথম একুশে জুলাই। আমি থাকবো। সকলের বক্তব্য শুনবো। মমতাদির মন্ত্রে দীক্ষিত হবো। আমি খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি সমস্ত কিছু ডায়েরিতে লিপিবদ্ধ করবো। বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আরও উৎসাহিত হবো।

*এখন গুজরাত থেকে কিছু বহিরাগত এসে বাংলাকে দখল করতে চাইছে। মা কালী নিয়ে রাজনীতি করছে। রাজভবনে রাজ্যপাল সেগুলিকে প্রশ্রয় দিচ্ছেন। রাজভবনকে নাটকের মঞ্চ বানিয়েছেন রাজ্যপাল। কিন্তু এরা কালী নিয়ে রাজনীতি করে নিজেদের মুখেই চুনকালি মাখছে।*

আরও পড়ুন- Indigo Flight: মাঝ আকাশে জ্বালানি শেষ! কলকাতার জরুরী অবতরণ ইন্ডিগো বিমানের

 

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version