Thursday, May 15, 2025

একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের কর্মসংস্থান, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে রাজ্যপালকে। আর রাজ্যপালের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

সাংবিধানিক পদে থেকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবু ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
বুধবার বাগডোগরায় তিনি বলেন, নাগরিক এবং বিশিষ্ট জনেদের এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলুন ওঁরা। ওঁদের নীরবতা অত্যন্ত পীড়াদায়ক। আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন।

আবার, সম্প্রতি কর্মসংস্থান নিয়ে বেশ কিছু ঘোষণা করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিং সফরেও কর্মসংস্থানের উপরে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর এই বক্তব্যকে নিয়েও কটাক্ষ শোনা যায় রাজ্যপালের গলায়। ধনকড় বলেন,
তাঁর কথায়, “তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি।”
যদিও রাজ্যপালের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সারাদিন খালি ট্যুইট আর কথা ছেড়ে রাজ্য এবং রাজ্যের মানুষের কথা ভাবুন রাজ্যপাল! তিনি যদি একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ ওঁকে রাজ্যপাল হিসেবে দেখবেন না, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সকলের কাছে গণ্য হবেন উনি। সেটা না ওঁর পক্ষে, না রাজ্যপালের আসনের জন্য সম্মানজনক।
আরো একধাপ এগিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “বাংলায় আমালাতন্ত্রের রাজনৈতিকরণ ঘটেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনাদের রাজ্যপাল বদল এনে তবে ছাড়বেন।”

 

 

Related articles

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর...

শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিধানসভায় আসছে প্রস্তাব

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ...

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...
Exit mobile version