Monday, August 25, 2025

রাষ্ট্রপতি নির্বাচন: বিমানের সামনের আসনে বসে আজ রাজ্যে আসছে “মিস্টার ব্যালট বক্স”

Date:

আগামী সোমবার ১৮ জুলাই বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক ভারতে হাইভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট উপলক্ষ্যে এখন সাজোসাজো রব। তুঙ্গে প্রস্তুতি। NDA সমর্থিত দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী জোটের যশবন্ত সিনহা, আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলের নতুন অতিথি কে হবেন তা নিয়ে জল্পনা ও চর্চার মাঝে ব্যালট বক্স পৌঁছে যাচ্ছে রাজ্যে রাজ্যে।

“মিস্টার ব্যালট বক্স”, এই নামেই বিমানের একেবারে সামনের সারিতে মাঝের আসনে টিকিট বুকিং করা হয়েছে। যার দুপাশে বসবেন নির্বাচনে নিযুক্ত দুই আধিকারিক। দিল্লির জাতীয় নির্বাচন কমিশন দফতর থেকে লাগেজে নয়, এই ওই ভোট বাক্স বিভিন্ন রাজ্যে যাবে এবং ভোট শেষে ফের দিল্লিতে ফিরবে একেবারে সংশ্লিষ্ট বিমানগুলির সামনের সারির আসনে বসে। সেই মতো বিমানের টিকিট বুক করা হয়েছে। টিকিটে লেখা, মিস্টার ব্যালট বক্স।

এভাবেই মঙ্গলবার থেকে রাজ্যে রাজ্যে পৌঁছছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বাক্স। এবারও রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই পুরনো পেপার ব্যালট পদ্ধতিতে। রাষ্ট্রপতি নির্বাচন প্রেফারেন্স ভোট। পছন্দ অনুসারে প্রতিটি প্রার্থীকেই ভোট দিতে পারেন সাংসদ-বিধায়করা। ইভিএমে এই ব্যবস্থাই নেই। তাই পেপার ব্যালটেই ভোট। নির্বাচন কমিশন রাজ্যভিত্তিক পেপার ব্যালট, সিলমোহর, কলমের পাশাপাশি সব রাজ্যকে এই ভোট বাক্স পাঠানো শুরু করেছে। ভোট শেষ হওয়া পর্যন্ত তা কড়া নজরদারিতে রাখতে নির্বাচন পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।

বাংলার জন্য নির্দিষ্ট ব্যালট বক্স আজ, বুধবার দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সন্ধ্যা ৭.১০মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছবে। বিমানবন্দর থেকে “মিস্টার ব্যালট বক্স” চলে যাবে রাজ্য বিধানসভার স্ট্রংরুমে।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version