Monday, November 10, 2025

রাষ্ট্রপতি নির্বাচন: বিমানের সামনের আসনে বসে আজ রাজ্যে আসছে “মিস্টার ব্যালট বক্স”

Date:

আগামী সোমবার ১৮ জুলাই বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক ভারতে হাইভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট উপলক্ষ্যে এখন সাজোসাজো রব। তুঙ্গে প্রস্তুতি। NDA সমর্থিত দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী জোটের যশবন্ত সিনহা, আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলের নতুন অতিথি কে হবেন তা নিয়ে জল্পনা ও চর্চার মাঝে ব্যালট বক্স পৌঁছে যাচ্ছে রাজ্যে রাজ্যে।

“মিস্টার ব্যালট বক্স”, এই নামেই বিমানের একেবারে সামনের সারিতে মাঝের আসনে টিকিট বুকিং করা হয়েছে। যার দুপাশে বসবেন নির্বাচনে নিযুক্ত দুই আধিকারিক। দিল্লির জাতীয় নির্বাচন কমিশন দফতর থেকে লাগেজে নয়, এই ওই ভোট বাক্স বিভিন্ন রাজ্যে যাবে এবং ভোট শেষে ফের দিল্লিতে ফিরবে একেবারে সংশ্লিষ্ট বিমানগুলির সামনের সারির আসনে বসে। সেই মতো বিমানের টিকিট বুক করা হয়েছে। টিকিটে লেখা, মিস্টার ব্যালট বক্স।

এভাবেই মঙ্গলবার থেকে রাজ্যে রাজ্যে পৌঁছছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বাক্স। এবারও রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই পুরনো পেপার ব্যালট পদ্ধতিতে। রাষ্ট্রপতি নির্বাচন প্রেফারেন্স ভোট। পছন্দ অনুসারে প্রতিটি প্রার্থীকেই ভোট দিতে পারেন সাংসদ-বিধায়করা। ইভিএমে এই ব্যবস্থাই নেই। তাই পেপার ব্যালটেই ভোট। নির্বাচন কমিশন রাজ্যভিত্তিক পেপার ব্যালট, সিলমোহর, কলমের পাশাপাশি সব রাজ্যকে এই ভোট বাক্স পাঠানো শুরু করেছে। ভোট শেষ হওয়া পর্যন্ত তা কড়া নজরদারিতে রাখতে নির্বাচন পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।

বাংলার জন্য নির্দিষ্ট ব্যালট বক্স আজ, বুধবার দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সন্ধ্যা ৭.১০মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছবে। বিমানবন্দর থেকে “মিস্টার ব্যালট বক্স” চলে যাবে রাজ্য বিধানসভার স্ট্রংরুমে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version