নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফের নয়া পদক্ষেপ নিল। তদন্তে উঠে এসেছে সুশান্ত সিং রাজপুতকে অতিরিক্ত মাদক সেবনে মদত দিতেন রিয়া। এরই পাশাপাশি মাদক সেবনের খরচ দেওয়ার জন্য রিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ এনেছে NCB।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অভিনেতার নিথর দেহ। মাদকাশক্ত হয়েই সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যু হয়েছিল বলে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করা হয়েছিল। সেই জন্যই NCB এই ঘটনায় যুক্ত মোট ৩৫ জন সন্দেহভাজনের জন্য ৩৮ টি অভিযোগ এনেছিল।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন সুশান্ত সিং রাজপুত। NCB-এর তরফে নতুন অভিযোগে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুতের জন্য যে পরিমাণ মাদক বাড়িতে ডেলিভারি করা হতো তার পুরো টাকাটাই দিতেন রিয়া। স্যামুয়েল মিরান্দা, শৌভিক চক্রবর্তী, দীপেশ সাওয়ান্ত সহ অনেকেই সুশান্তের বাড়িতে মাদক পৌঁছে দিতেন। তাঁদের প্রত্যেকের টাকা মেটাতেন সুশান্তের বান্ধবী।তদন্তে এই তথ্যও উঠে এসেছে যে ২০২০ সালে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্রারিক্ত মাদক সেবন করা শুরু করেছিলেন।রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সেকশন ৮[সি]-এর অধীনে NCB নতুন খসরা চার্জ জমা দিয়েছে। NDPS অ্যাক্ট ১৯৮৫-এর বেশ কয়েকটি ধারায় যেমন ২০[বি][ii]এ, ২৭এ,২৮, ২৯ ও ৩০ অভিযোগ আনা হয়েছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। মাদকের যোগান দেওয়া, বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে আসা, বিদেশ থেকে মাদক আনা সহ বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্যই রিয়ার বিরুদ্ধে ৮[সি] ধারায় অভিযোগ আনা হয়েছে।

রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে গত মাসেই মুম্বইয়ের বিশেষ আদালতে খসরা চার্জ জমা দিয়েছিল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর তদন্তের জন্য রিয়া ও তাঁর ভাই শৌভিকের মাদকযোগের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিলেন রিয়া। পরে অবশ্য এই মামলায় ছাড়া পান রিয়া।২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় Sushant Singh Rajput-এর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুর রহস্য সমাধানে তদন্তে নামে সেনট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)।

কিন্তু তদন্ত চলাকালীন মাদক যোগের সম্ভাবনা দেখা দিতেই তদন্ত শুরু করে নার্কোটিকস কনট্রোল ব্যুরো (NCB)। রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা। ২০২০ সালে ৭ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হন রিয়া ও তাঁর ভাই। প্রায় মাস খানেক জেলে ছিলেন তারা। অক্টোবর মাসে শর্তসাপেক্ষে জামিন পান।
