Sunday, January 11, 2026

পড়ুয়াদের আইআইটিতে চাকরির নামে প্রতারণা, হাতেনাতে গ্রেফতার ৪ প্রতারক

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে চাকরির একধিক পদে নিয়োগের নামে  ভুয়ো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।  লক্ষাধিক টাকার প্রতারণার জাল ফেঁদেছিল প্রতারকরা। কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে হাতেনাতে ধরা পড়ল চারজন।
প্রতারিত ছয় পড়ুয়ার অভিযোগ , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল ল্যাবটারি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে বলে শুভাশিস দাস ও ভিকি হাজারি নামে দু’জন টোপ দিয়েছিল। ভিকি আলিপুরদুয়ারের এবং শুভাশিস কোচবিহারের বাসিন্দা। এই চাকরিতে ২৪ হাজার ৬৫০ টাকা বেতন এবং  দ্রুত নিয়োগ হবে বলে জানায় প্রতারকরা।

জানা গিয়েছে,  এই চাকরির টোপ দিয়ে ওই পড়ুয়াদের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নেওয়া হয়। এরমধ্যে অগ্রমি টাকা দিলে নিয়োগপত্র হাতে দেওয়া হবে বলে জানায় দু’জন। এই প্রলভনেই পা দেয় উজ্জ্বল বর্মন, অলোকেশ বর্মন, রাজেশ্বর সরকার, কৌশিক রায়, বিশ্বজিৎ বিশ্বাস এবং মিথিংগা নাজিনারী নাম ছয় যুবক। উজ্জ্বলের থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হয়। প্রতারকরা জানায় খড়গপুর পৌঁছলেই নিয়োগপত্র পেয়ে যাবেন।

ওই দুই প্রতারকের কথা মতো ছয় যুবক খড়গপুর পৌঁছায়। প্রতারকের আরও চার সদস্য খড়গপুরে ছিল। ছজনকে তারা একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই হাতে দেয় নিয়োগপত্র। ১২জুলাই ছিল তাঁদের চাকরিতে যোগ দেওয়ার দিন। কিন্তু উজ্জ্বল ছাড়া বাকিরা পুরো টাকা দিতে না পারায় শুভাশিস এবং ভিকির দলের চার সদস্য তাদের চাপ দিতে থাকে। তখনই ওই ছয় যুবক বুঝতে পারেন প্রতারকদের ফাঁদে পড়েছেন তাঁরা। ওই ছয় যুবকের মধ্যে একজন মিথিঙ্গা নাজিনারী খড়গপুরে তাঁর এক আত্মীয়কে পুরো বিষয়টি জানান। তাঁরাই খবর দেন খড়গপুর টাউন থানায়। এরপরই হোটেল থেকে ওই প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

 

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...