Sunday, August 24, 2025

পড়ুয়াদের আইআইটিতে চাকরির নামে প্রতারণা, হাতেনাতে গ্রেফতার ৪ প্রতারক

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে চাকরির একধিক পদে নিয়োগের নামে  ভুয়ো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।  লক্ষাধিক টাকার প্রতারণার জাল ফেঁদেছিল প্রতারকরা। কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে হাতেনাতে ধরা পড়ল চারজন।
প্রতারিত ছয় পড়ুয়ার অভিযোগ , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল ল্যাবটারি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে বলে শুভাশিস দাস ও ভিকি হাজারি নামে দু’জন টোপ দিয়েছিল। ভিকি আলিপুরদুয়ারের এবং শুভাশিস কোচবিহারের বাসিন্দা। এই চাকরিতে ২৪ হাজার ৬৫০ টাকা বেতন এবং  দ্রুত নিয়োগ হবে বলে জানায় প্রতারকরা।

জানা গিয়েছে,  এই চাকরির টোপ দিয়ে ওই পড়ুয়াদের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নেওয়া হয়। এরমধ্যে অগ্রমি টাকা দিলে নিয়োগপত্র হাতে দেওয়া হবে বলে জানায় দু’জন। এই প্রলভনেই পা দেয় উজ্জ্বল বর্মন, অলোকেশ বর্মন, রাজেশ্বর সরকার, কৌশিক রায়, বিশ্বজিৎ বিশ্বাস এবং মিথিংগা নাজিনারী নাম ছয় যুবক। উজ্জ্বলের থেকে ৩ লক্ষ টাকা নেওয়া হয়। প্রতারকরা জানায় খড়গপুর পৌঁছলেই নিয়োগপত্র পেয়ে যাবেন।

ওই দুই প্রতারকের কথা মতো ছয় যুবক খড়গপুর পৌঁছায়। প্রতারকের আরও চার সদস্য খড়গপুরে ছিল। ছজনকে তারা একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই হাতে দেয় নিয়োগপত্র। ১২জুলাই ছিল তাঁদের চাকরিতে যোগ দেওয়ার দিন। কিন্তু উজ্জ্বল ছাড়া বাকিরা পুরো টাকা দিতে না পারায় শুভাশিস এবং ভিকির দলের চার সদস্য তাদের চাপ দিতে থাকে। তখনই ওই ছয় যুবক বুঝতে পারেন প্রতারকদের ফাঁদে পড়েছেন তাঁরা। ওই ছয় যুবকের মধ্যে একজন মিথিঙ্গা নাজিনারী খড়গপুরে তাঁর এক আত্মীয়কে পুরো বিষয়টি জানান। তাঁরাই খবর দেন খড়গপুর টাউন থানায়। এরপরই হোটেল থেকে ওই প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

 

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...