Sunday, August 24, 2025

Entertainment: বাবার হাত ধরে টলিউডকে সাফল্যের মুখ দেখাবে ‘লক্ষ্মী ছেলে’ উজান! 

Date:

Share post:

প্রথম ছবি দেখেই দর্শকরা বলেছিলেন অভিনয়ের গুণটা একেবারে ‘রসগোল্লা’র (Rosogolla) মত মিষ্টি। বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) আর মা চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly) ‘লক্ষ্মী ছেলে’ উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। উইন্ডোজের (Windows) মতো প্রোডাকশন হাউসের ছাতার তলায়, বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভিন্নধর্মী ছবিতে কাজ করার চ্যালেঞ্জ, উজানের কেরিয়ারে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেই আলোচনাই টলিউডের অন্দরে।

পাভেলের ছবি ‘রসগোল্লা’তে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মন কেড়েছিলেন কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় পুত্র উজান। আর এবার তাঁকে দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তথা বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই। সিনেমার ঘোষণা হওয়া থেকেই একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল।  কিন্তু নানা কারণে ছবি মুক্তির দিন পিছিয়ে যেতে থাকে। অবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly)-এর ছবি ‘লক্ষ্মী ছেলে’র (Lokkhi Chele) মুক্তির দিন ঘোষণা হয়। একই সঙ্গে ডক্টর’স ডে এবং রথযাত্রার শুভদিনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইনডোজ প্রোডাকশনের তরফে জানানো হয় ‘লক্ষ্মী ছেলে’ মুক্তি পাবে আগামী ২৬ অগস্ট। ছবির পোস্টার পরিষ্কার বলে দেয়, এই ছবি এক অন্য ধরনের গল্প তুলে ধরবে দর্শকের কাছে। যাঁরা আস্তিক তাঁরা সাধারণত বিপদে পড়লেই ঈশ্বরের দ্বারস্থ হই।  জানা যায়, এই ছবিতে এক্কেবারেই তার উলটপুরাণ ঘটাতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। যদি ঈশ্বরই মানুষের শরণাপন্ন হন, তাহলে কী ঘটতে পারে? তেমনই একটা ভাবনা থেকেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর ছবি ‘লক্ষ্মী ছেলে’ বানিয়েছেন। ‘রসগোল্লা’র পর এই ছবিতেও উজান যে বাংলা সিনেদর্শকদের হৃদয়হরণ করবে, তার ইঙ্গিত মিলেছিল পোস্টারেই। চোখেমুখে চিন্তার ছাপ, ছোট করে ছাঁটা চুল, মুখের এদিক ওদিকে কাটা দাগ, ঠিক এরকম একটি লুকেই পোস্টারে দেখা গেল ‘লক্ষ্মী ছেলে’র কেন্দ্রীয় চরিত্র উজান গঙ্গোপাধ্যায়কে(Ujaan Ganguly)। তবে কোলে একটি ছোট্ট মেয়ে। আর সেখানেই রয়েছে গল্পের টুইস্ট। সেই শিশুর ৪টি হাত। এই মেয়েটিকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এক সত্য ঘটনা অবলম্বনে ‘লক্ষ্মী ছেলে’র (Lokkhi Chele) গল্প।

দর্শকের মনে শিবপ্রসাদ-নন্দিতা জুটির একটা আলাদা জায়গা রয়েছে। উইন্ডোজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেলাশুরু’ হল ভরিয়ে দেখেছেন দর্শক। কিন্তু এরকম একটা সাবজেক্টের উপর গল্প তৈরি হবে আর শিবু- নন্দিতা পরিচালনা করবেন না ! প্রাথমিকভাবে অনেকেই অবাক হয়েছিলেন। কেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাতে দায়িত্ব তুলে দিলেন তাঁরা? প্রযোজকদ্বয় বলছেন এ গল্প পরিচালক কৌশিকের ভাবনা থেকেই বাস্তব রূপ পেয়েছে। দক্ষিণী সিনেমার সাফল্যে কার্যত কোণঠাসা অবস্থা বলিউডের। সেখানে গত কয়েক বছরে বাংলা ছবি দুর্দান্ত সাফল্যের মুখ দেখেছে। সহজ সরল উজানের হাত ধরে কি আবারও রেকর্ড সৃষ্টি হবে? তৈরি হবে ইতিহাস? অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় মানেই কিন্তু চেনা ছকের বাইরে গিয়ে এক ভিন্ন স্বাদের গল্প। তাই কৌশিকের ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। ঋতুপর্ণ ঘোষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনেক তাবড় তাবড় অভিনেতারা তাঁর পরিচালনায় কাজ করেছেন। তাই ছেলে হয়ে উজানের কাছে বাবার পরিচালনায় কাজ করার জন্য যে একটা বাসনা থাকবেই, তা বলাই বাহুল্য।, ‘লক্ষ্মী ছেলে’ ছবির হাত ধরে সেই বাসনাপূর্ণ হল। এই প্রথমবার বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত উজান। তাকে আগামী দিনে বাংলা ছবির সম্ভাবনাময় অভিনেতা হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই। এখন নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন উজান, সেটাই দেখার অপেক্ষায় বাংলার সিনে দর্শকরা।


spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...