প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার অগ্রগতি কী? সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত সিবিআইকে (CBI) দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। কিন্তু তার অগ্রগতি কতটা হয়েছে? জানতে চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে বলল আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে ওই রিপোর্ট (Report) জমা দিতে হবে বলে বৃহস্পতিবার, নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

এদিনের শুনানিতে সিবিআইয়ের আইনজীবীকে ডিভিশন বেঞ্চ বলে, মামলার তদন্তে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ ও নথি পাওয়া গিয়েছে- সে সম্পর্কে জানতে হতে চায় তারা। সিবিআইয়ের আইনজীবী জানান, আদালতের নজরদারিতে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। সেই দল তদন্ত করছে। ইতিমধ্যে বেশ কিছু তথ্যও জোগাড় করা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে তা সিবিআইকে রিপোর্ট হিসেবে মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথিও দিতে হবে।

আরও পড়ুন- দেশের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও ভয়ানক, এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক

Previous articleকে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী? প্রথম রাউন্ড শেষে শীর্ষে ঋষি সুনক
Next articleউপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ১৭ জুলাই বৈঠকে বিরোধীরা