Tuesday, May 13, 2025

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Date:

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। দীর্ঘ ৬০-৭০ বছর ধরে ব্যান্ডেল আমবাগান রেল কলোনি এলাকায় বসবাস করছে বেশ কয়েকশো পরিবার। কিন্তু অভিযোগ গত কয়েক মাস আগে রেলের পক্ষ থেকে এই সমস্ত বসবাসকারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উচ্ছেদের নোটিশ দিয়েছে। ১৫ জুলাই-এর মধ্য তাঁদের ঘর ছেড়ে দেবার কথা নোটিশে বলা হয়েছে। এই নিয়ে কয়েক মাস ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই সমস্ত অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য আন্দোলন চলছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar) রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন এখানে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসন দিয়ে তবে যেন তাদের সরানো হয়। কিন্তু রেলের পক্ষ থেকে শুক্রবারই তাদের ঘর ছেড়ে যাওয়ার কথা বলা হয়। এই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যান্ডেল আমবাগান কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে সেই উচ্ছেদের নোটিশ ছিড়ে ফেলে ঝাঁটা হাতে বিধায়কের নেতৃত্বে মিছিল হয়। রেলের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে বিধায়ক আবেদন করেন যেন তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়া হয়।

পরে বিধায়ক অসিত মজুমদার জানান, “আজ আবার এসেছিলাম এবং রেলের আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে তাঁদের কাছে অনুরোধ করলাম বন্ধুত্বের হাত বাড়ালাম যাতে তাদের উচ্ছেদ করার আগে প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন ছাড়া আম ব্যান্ডেল আম বাগান এলাকার রেলের জমিতে বসবাসকারী কোন মানুষকেই উচ্ছেদ করা যাবে না। এবং যদি উচ্ছেদ হয় তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হবে।“ অন্যদিকে রেলের পক্ষ থেকে বলা হয়েছে আইনের যে ব্যবস্থা আছে এবং কোর্টের অর্ডার অনুযায়ী রেল এই নোটিশ দিয়েছে।

আরও পড়ুন- ব্রিটিশ শাসনেও এমন পরাধীনতা ছিল না, রাষ্ট্রপতিকে অবহেলা, “অসংসদীয়” শব্দ বিতর্কে তোপ অভিষেকের

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version