Friday, November 14, 2025

Jagdeep Dhankar: দার্জিলিং থেকে দিল্লি, গোপনে শাহ-এর সঙ্গে বৈঠক রাজ্যপালের

Date:

তিনি ছিলেন দার্জিলিং (Darjeeling) শহরে। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে সটান রাজধানী (Delhi) পৌঁছলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কী কথা হলো তাঁদের মধ্যে? মুখে কুলুপ কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল দুজনেরই।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar), দায়িত্ব আবার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাতের পথেই হেঁটেছেন প্রতিমুহূর্তে। যেকোনো বিষয়ে মন্তব্য করতে গিয়ে বারবার খোঁচা দিয়েছেন রাজ্যের শাসক দলকে। সাম্প্রতিককালেও রাজ্য- রাজ্যপালের সম্পর্কের খুব একটা উন্নতি হতে দেখা যায়নি। তার মাঝে এহেন গোপন বৈঠকের উদ্দেশ্য কী তাই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। প্রসঙ্গত বৃহস্পতিবার জিটিএ- এর (GTA) সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। তার আগে তিনি চা- পানের আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই নিমন্ত্রণ রক্ষাও করেছিলেন। এরপর গতকাল রাজ্যপাল (Governor) অডিট নিয়ে রাজ্যকে খোঁচা দেন। ঠিক তার পরদিনই অর্থাৎ শুক্রবার প্রায় গোপনে দিল্লি পৌঁছন রাজ্যপাল এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ বিষয়ে দুজনের কেউই মুখ না খুললেও প্রশ্ন উঠছে, আবারও কি রাজ্যের নালিশ করলেন রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, নাকি অন্য কোনও পরিকল্পনা? জোর চর্চা রাজনৈতিক মহলে।


Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version