Monday, November 17, 2025

স্পাইসজেটের পর এবার ইন্ডিগো! যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের জরুরি অবতরণ

Date:

যান্ত্রিক গোলযোগের জেরে জরুরি অবতরণ করানো হল ইন্ডিগোর বিমান। দিল্লি থেকে বদোদরাগামী উড়ানে সমস্যা হতেই সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনার পরই ডিরেক্টর অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে গোটা বিষয়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা

ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট 6E-859 উড়ানটি দিল্লি থেকে বদোদরা উদ্দেশে রওনা দেয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে তড়িঘড়ি জয়পুরে অবতরণ করানো হয়। সেটিকে যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয় কোনও গোলযোগ রয়েছে কি না। যাত্রীদের অন্য একটি বিমানে করে সুরক্ষিতভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি স্পাইসজেট বিমানে এধরণের একের পর এক সমস্যা দেখা দিয়েছে । সংস্থার বিমানগুলিতে বিভিন্ন ধরণের যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। ডিজিসিএ এর তরফে সমীক্ষা করে দেখা যায় যে আর্থিক ঘাটতি রয়েছে সংস্থার। যার প্রভাব পড়ছে বিমানের রক্ষণাবেক্ষণেও। সেই সময় ওই দুই ঘটনা নিয়ে সংস্থাকে শো কজ নোটিসও পাঠায় ডিজিসিএ। ওয়াকিবহাল মহলের মতে, বাজেট এয়ারলাইন্স কিংবা লো কস্ট এয়ারলাইনসের যুগে উড়ান সংস্থাগুলি বাজেট কমিয়ে দিচ্ছে,যার প্রভাব পড়ছে বিমান রক্ষণাবেক্ষণেও। বিশ্বজুড়ে লো কস্ট ক্যারিয়ার এবং ফুল সার্ভিস ক্যারিয়ার হিসাবে ব্যবহার করা হয় বোয়িং বিমানগুলিকে। সেগুলিতে বিপত্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে ইন্ডিগো বিমানেও সমস্যা হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।


 


Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version