Saturday, August 23, 2025

তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ! বাধ্য হয়ে গাছের নীচে ক্লাস করছে কাটামারি হাই স্কুলের পড়ুয়ারা

Date:

Share post:

বিগত তিন দিন ধরে তীব্র দাবদাহ চলছে কোচবিহার জুড়ে।গরমের রীব্রতা এতটাই যে বিদ্যালয়ের ১০ জনের বেশি ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাই কার্যত বাধ্য হয়ে স্কুলের মাঠে গাছের নীচে ভাগে ভাগে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এ দৃশ্য দেখা যাবে কোচবিহার এক নাম্বার ব্লকের কাটামারী হাইস্কুলে।

জানা গিয়েছে, প্রায় চার দিন ধরে এভাবেই গাছের নীচেই ক্লাস চলছে। ছাত্রছাত্রীরা জানিয়েছে,  ক্লাসরুমে পর্যাপ্ত পাখা নেই। কোন কোন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ থেকে ২০০ জন। মাত্র দুটো পাখা এতগুলি ছাত্রছাত্রীকে গরমের হাত থেকে বাঁচাতে অপ্রতুল। কোনও ক্লাসে আবার নষ্ট হয়ে রয়েছে ফ্যান। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রতিটি ক্লাসরুমেরই একই অবস্থা।গরমে ক্লাসরুমে থাকতে পারছেন না শিক্ষকরাও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্ জানিয়েছেন, একপ্রকার বাধ্য হয়েই ক্লাসরুমকে নিয়ে আসতে হয়েছে গাছের নিচে। কিছুটা প্রাকৃতিক খোলা হাওয়ায় স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে ছাত্রছাত্রীরা। বিগত তিন দিনে দশ জনের বেশি ছাত্র ছাত্রী অসুস্থ হয়েছে। বিদ্যালয়ের এখনো এত বড় পরিকাঠামো তৈরি হয়নি যে অসুস্থ সমস্ত ছাত্র-ছাত্রীকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা সম্ভব নয়। এর সঙ্গে রয়েছে অধিকাংশ ক্লাসরুমের ফ্যান দুষ্কৃতীরা ভেঙে দিয়ে যায়।

শিক্ষক খিরোজ হোসেন বলেন, গাছ তলায় ক্লাসে একটা অভিনবত্ব রয়েছে। ছাত্র-ছাত্রীরা একটা নতুন পরিবেশ পাচ্ছে। তার থেকেও বড় কথা ছাত্রছাত্রীরা ক্লাসরুমে থাকতে চাইছে না। তাই একটু অন্যরকম চিন্তাভাবনা। উল্লেখ্য, শুক্রবার দুপুরের পর কোচবিহারের তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ছাড়িয়ে গিয়েছে।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...