Thursday, May 15, 2025

কানোয়ার যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা, গোয়েন্দা রিপোর্ট পেয়ে সতর্ক দেবভূমি

Date:

দেবভূমি উত্তরাখণ্ডে এবার কানোয়ার যাত্রায় এবার জঙ্গি হামলা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট। যার জেরে কানোয়ার যাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তার আয়োজন করল উত্তরাখণ্ড সরকার।

প্রতি বছর লক্ষ লক্ষ শিবভক্ত উত্তর ও মধ্যভারতের বিভিন্ন রাজ্য থেকে কানোয়ার যাত্রা উপলক্ষ্যে কাঁধে বাঁক নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে আসেন। আর সেই উৎসবেই জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)। তাঁদের রিপোর্টে জানানো হয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে গোষ্ঠী উত্তেজনা ছড়াতে কানোয়ার যাত্রায় হামলা চালানোর ছক কষছে পাক মদতপুষ্ট কয়েকটি জঙ্গি সংগঠন। রিপোর্টের ভিত্তিতে কানোয়ার যাত্রার পথগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

এপ্রসঙ্গে উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার শনিবার বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা এসেছে, কানোয়ার যাত্রার সময় নাশকতার চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে হরিদ্বার, হৃষিকেশ-সহ বিভিন্ন জলাভিষেক স্থল এবং মেলা প্রাঙ্গণগুলিতে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।” কানোয়ার যাত্রার সময় ২০-২৬ জুলাই দিল্লি-হৃষিকেশ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকাও জারি করেছে উত্তরাখণ্ড সরকার।


Related articles

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...
Exit mobile version