রাষ্ট্রপতি ভোটের ঠিক আগের দিনে দল ভাঙানোর নোংরা খেলায় নামলো বিজেপি! এই অভিযোগে উঠছে রাজ্যের শাসকদলের তরফ থেকে। কারণ, পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) সাংবাদিক পরিচয় দিয়ে ফোন আসে। সেই ফোন কলে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। বিধায়কের দাবি, সঙ্গে সঙ্গেই সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে দলের প্রতি তাঁর আনুগত্যের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তবে সূত্রের খবর,সঞ্জয় সিং নামে সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানান, নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিরোধী দলনেতা কথা বলতে চান। এর প্রেক্ষিতেই সঞ্জয় সিং ও শুভেন্দু অধিকারীর নামে থানায় এফআইআর করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। শুধুমাত্র নরেন্দ্রনাথ চক্রবর্তী নন, তালিকা যথেষ্ট দীর্ঘ।
আরও পড়ুন- দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে ঠান্ডা লড়াইয়ে স্বস্তিকা-ইন্দ্রাণী
শাসকদলের আরও অনেক বিধায়কের কাছেই ক্রস ভোটিং করার আবেদন জানিয়ে ফোন যাচ্ছে। তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাদের দলীয় ঐক্য যথেষ্ট মজবুত। এভাবে সেই ঐক্যে ফাটল ধরানো যাবে না। রাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রের বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু।
