শৈশবকে ফেরাতে তৎপর চুঁচুড়ার নাট্যদল

অনলাইন ক্লাস!!ইন্টারনেটের বাড়বাড়ন্ত!! হোক না। তার মধ্যেও ফিরবে শৈশব। আর শিশু থেকে বয়স্ক সকলের মনের মধ্যে লুকিয়ে থাকা শৈশবকে ফেরাতেই তৎপর হুগলি জেলার বয়সে নবীন নাট্যদল চুঁচুড়া অন্বেষণ। ১৭, জুলাই, চুঁচুড়া রবীন্দ্রভবনে মঞ্চস্থ হলো তাঁদের নতুন মৌলিক প্রযোজনা তুষারকণা। রূপকথাকে বাস্তবের প্রেক্ষাপটে প্রকাশ সঙ্গে মঞ্চায়ন থেকে দৃশ্যায়ন,সংগীত থেকে সংলাপ সবেতেই সিনেমেটিক আবহ নাটককে দিয়েছে অন্য মাত্রা। নাট্যরূপ, সঙ্গীত ও নির্দেশনা দিয়েছেন শুভ্রাংশু দত্ত। থিয়েটারটাকে এমন শিশুদের খেলার মাঠ হিসেবে গড়ে তোলার এমন উদ্যোগে চুঁচুড়া অন্বেষণের জন্য গর্বিত অভিভাবক থেকে চুঁচুড়াবাসী সকলেই।

আরও পড়ুন- একুশে জুলাইয়ের মাহাত্ম, দলনেত্রীর সংগ্রামের ইতিহাস নিয়ে নতুন গান প্রকাশ তৃণমূল ছাত্রদের