বোমাবাজি ঘিরে উত্তপ্ত মালদহ

প্রতীকী ছবি

বোমাবাজির ঘটনায় উত্তপ্ত মালদহের মানিকচক। রবিবার ভোররাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অন্তত চার জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:প্রতীক্ষার অবসান! আজই প্রকাশিত হবে ICSE-র দশমের ফল, রেজাল্ট দেখবেন কীভাবে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেন্ডার পাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই বিবাদ চলছিল। এরপর শনিবার এনিয়ে গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই আজ ভোররাত থেকে শুরু হয় বোমাবাজি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।