Sunday, November 2, 2025

কাঁথি শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

Date:

কাঁথির শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর মামলা থেকে সরে দাড়ালেন তিনি। শুধু শ্মশান দুর্নীতি মামলা নয়, বাতিস্তম্ভ সংক্রান্ত অধিকারী পরিবারের অপর একটি মামলা থেকেও এদিন সরে দাঁড়িয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী(Bibek Chowdhuri)।

সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভা পুরপ্রধান থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন রাঙ্গামাটি শ্মশানের সামনে বেশ কয়েকটি স্টল নির্মাণ এবং সৌন্দর্যায়ানের কাজ হয়। ওই স্টল নির্মাণে কাঁথি পুরসভার পক্ষ থেকে দু কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছিল। স্টলগুলি নির্মাণ করেছিলেন ঠিকাদার সতীনাথ দাস অধিকারী। তাঁর তত্ত্বাবধানে ছিলেন কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। এই স্টল নির্মাণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তে দাবি জানান বর্তমান কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্না।

বুধবার কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমে পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। সৌমেন্দু অধিকারীকে 41-এ তে নোটিশও পাঠায় পুলিশ। এরপর এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। বিচারপতি বিবেক চৌধুরী এর আগে দুদিন মামলা শোনার পর এদিন হটাৎ করে ব্যক্তিগত কারণে তিনি মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান। যদিও তিনি প্রধান বিচারপতিকে এই মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত অন্য ও যথাযথ বেঞ্চে মামলার শুনানির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।


Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version