সহকর্মীর গুলিতে দিল্লিতে মৃত্যু হল সিকিম পুলিশে কর্মরত দুজনের। সোমবার দিল্লির হায়দারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন অপর এক পুলিশকর্মী। অভিযুক্তের নাম প্রবীণ রাই, তিনি সিকিমের সাজংয়ের বাসিন্দা। দিল্লি পুলিশ জানিয়েছে, সিকিম পুলিশের ওই কর্মীকে হায়দারপুর এলাকায় একটি জলের প্ল্যান্টে মোতায়েন করা হয়েছিল। সেখানেই এদিন ঘটনাটি ঘটেছে।