Saturday, November 1, 2025

বিগত কয়েক মরশুম ধরেই সাফল্যের নৌকায় ভেসেছিল মোহনবাগান(Mohun Bagan)। কিন্তু চলতি মরশুমের শুরু থেকেই ছবিটা অন্যরকম। আর সুপার কাপ থেকে বিদায়ের পরই মোহনবাগানের অন্দরের অশান্তির ছবি প্রকাশ্যে চলে এল। সেই সঙ্গে কোচ বদলের হাওয়া গঙ্গাপাড়ের ক্লাবে।

দল গঠন নিয়ে সরাসরি ম্যানেজমেন্টের দিকেই তির ছুরলেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। ডুরান্ড কাপে প্রত্যাশা মতো সাফল্য আসেনি। এসিএল-র একটা ম্যাচ খেলেছে মোহনবাগান। সেটাতেও হারতে হয়েছে। আইএফএ শিল্ড জয় পেয়ে কিছুটা অক্সিজেন পেয়েছিলেন সবুজ মেরুন কোচ। কিন্তু সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে বিদায় নেওয়ার পরেই বাগানে দাবানল।

কোচ মোলিনা সরাসরি জানিয়ে দিয়েছেন। দল তাঁর গঠন করা নয় ম্যানেজমেন্টের গঠন করা অর্থাৎ এই ব্যর্থতার দায়ভার তাঁর যে একার নয় সেটা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন সবুজ মেরুন কোচ।সুপার কাপের ডার্বি ড্র করে সাংবাদিক সম্মেলনে এসে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন হোসেন মলিনা।

মোলিনার কথায়, “আমি প্লেয়ারদের সই করাইনি। করিয়েছে ম্যানেজমেন্ট। আমি আমার মতামত দিয়েছি মাত্র। সিদ্ধান্ত ওদের। বছরের শুরুতে একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার চেয়েছিলাম। যে খেলাটা কন্ট্রোল করতে পারে। কিন্তু আমি পাইনি।আমি অনুশীলন করাই, দল মাঠে নামায় এই পর্যন্ত।”

মোলিনার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি আদৌও আর মোহনবাগানের কোচ থাকবেন! নাকি আইএসএল শুরুর আগেই কোচ আনবে ম্যানেজমেন্ট। আপাতত সামনে কোনও টুর্নামেন্ট নেই। আইএসএল জানুয়ারি মাসের আগে শুরু হওয়া সম্ভবনা নেই। ফলে মলিনার উপর ভরসা না রেখে নতুন কোচ নিয়োগ করতে পারে টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে কলকাতায় নাও ফিরতে পারেন  মোলিনা। ডার্বির পরই মোহনবাগান কোচ হিসাবে শেষ সাংবাদিক সম্মেলন টাও করে ফেলেছেন তিনি।

চলতি মরশুমে মোহনবাগানের খারাপ পারফরম্যান্সের নেপথ্যে একাধিক কারণ আছে। বিষয়টি পরিষ্কার মূল সমস্যা দল গঠনের। এই রকম ফুটবল বোধহীন দলগঠন, স্বল্প প্রি সিজন, কোচের সঙ্গে অসি প্লেয়ারদের গন্ডগোল, ম্যানেজমেন্টের এএফসির হারিকিরি সব মিলিয়ে এ বছর ঘেঁটে গেছে.

 

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version