Sunday, August 24, 2025

কাঁথি শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

Date:

কাঁথির শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর মামলা থেকে সরে দাড়ালেন তিনি। শুধু শ্মশান দুর্নীতি মামলা নয়, বাতিস্তম্ভ সংক্রান্ত অধিকারী পরিবারের অপর একটি মামলা থেকেও এদিন সরে দাঁড়িয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী(Bibek Chowdhuri)।

সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভা পুরপ্রধান থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন রাঙ্গামাটি শ্মশানের সামনে বেশ কয়েকটি স্টল নির্মাণ এবং সৌন্দর্যায়ানের কাজ হয়। ওই স্টল নির্মাণে কাঁথি পুরসভার পক্ষ থেকে দু কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছিল। স্টলগুলি নির্মাণ করেছিলেন ঠিকাদার সতীনাথ দাস অধিকারী। তাঁর তত্ত্বাবধানে ছিলেন কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। এই স্টল নির্মাণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তে দাবি জানান বর্তমান কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্না।

বুধবার কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমে পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। সৌমেন্দু অধিকারীকে 41-এ তে নোটিশও পাঠায় পুলিশ। এরপর এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। বিচারপতি বিবেক চৌধুরী এর আগে দুদিন মামলা শোনার পর এদিন হটাৎ করে ব্যক্তিগত কারণে তিনি মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান। যদিও তিনি প্রধান বিচারপতিকে এই মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত অন্য ও যথাযথ বেঞ্চে মামলার শুনানির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।


Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version