Sunday, August 24, 2025

প্রয়াত হলেন বাংলার প্রাক্তন রঞ্জি (Ranji Trophy) প্লেয়ার রাজা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলার ক্রিকেট মহল।

৩৪ টি প্রথম শ্রেণির খেলায় ১৫২৬ রান করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেছিলেন রাজা মুখােপাধ্যায়। কোচবিহার ট্রফিতে (Coochbehar Torphy) ওড়িশার বিরুদ্ধে ১৫৪ , দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ৩ ও ৭৩, উত্তরাঞ্চলের বিরুদ্ধে ২৩ ও ১০৭ এবং পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ২১ ও ০ করেছিলেন তিনি। এই সাফল্যের জন্যই শেষে ইংল্যান্ড সফরে স্কুল দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। কোচবিহার ট্রফিতে বিহারের বিরুদ্ধে ৫৫, ওড়িশার বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে রঞ্জিতে সুযোগ চলে আসে তাঁর।

রাজা মুখোপাধ্যায় ১৯৬৭-৬৮ মরসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছিলেন। সেই থেকে ১৯৭৮-৭৯ মরসুম পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন বাংলা, রেলওয়ে (১৯৭০-৭১) এবং পূর্বাঞ্চল দলের হয়ে। ১৯৭৫-৭৬ মরসুমে এই ব্যাটার ইডেনে অসমের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ওপেনার পলাশ নন্দীর সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে অবিচ্ছেদ্য ৩১৭ রান যোগ করেন। ১৯৭৮ সালের পর রঞ্জি খেলেন নি। ১৯৮৬ সালেও দুই ডিভিশন মিলে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন।

বাংলার হয়ে খেলেছেন মাত্র ১৮টি ম্যাচ। সর্বোচ্চ রান অপরাজিত ১৫৪ রান।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ৪৯.৮২ গড়ে তিনি রান করেন। ময়দানের ক্রিকেট জগত তাঁকে খুব ভালোভাবেই সমীহ করত।

 

 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version