Monday, November 10, 2025

প্রয়াত হলেন বাংলার প্রাক্তন রঞ্জি (Ranji Trophy) প্লেয়ার রাজা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলার ক্রিকেট মহল।

৩৪ টি প্রথম শ্রেণির খেলায় ১৫২৬ রান করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেছিলেন রাজা মুখােপাধ্যায়। কোচবিহার ট্রফিতে (Coochbehar Torphy) ওড়িশার বিরুদ্ধে ১৫৪ , দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ৩ ও ৭৩, উত্তরাঞ্চলের বিরুদ্ধে ২৩ ও ১০৭ এবং পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ২১ ও ০ করেছিলেন তিনি। এই সাফল্যের জন্যই শেষে ইংল্যান্ড সফরে স্কুল দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। কোচবিহার ট্রফিতে বিহারের বিরুদ্ধে ৫৫, ওড়িশার বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে রঞ্জিতে সুযোগ চলে আসে তাঁর।

রাজা মুখোপাধ্যায় ১৯৬৭-৬৮ মরসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছিলেন। সেই থেকে ১৯৭৮-৭৯ মরসুম পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন বাংলা, রেলওয়ে (১৯৭০-৭১) এবং পূর্বাঞ্চল দলের হয়ে। ১৯৭৫-৭৬ মরসুমে এই ব্যাটার ইডেনে অসমের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ওপেনার পলাশ নন্দীর সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে অবিচ্ছেদ্য ৩১৭ রান যোগ করেন। ১৯৭৮ সালের পর রঞ্জি খেলেন নি। ১৯৮৬ সালেও দুই ডিভিশন মিলে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন।

বাংলার হয়ে খেলেছেন মাত্র ১৮টি ম্যাচ। সর্বোচ্চ রান অপরাজিত ১৫৪ রান।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ৪৯.৮২ গড়ে তিনি রান করেন। ময়দানের ক্রিকেট জগত তাঁকে খুব ভালোভাবেই সমীহ করত।

 

 

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version