Thursday, July 3, 2025

১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ চিন সীমান্তে, সকলের মৃত্যুর আশঙ্কা

Date:

ঠিকা শ্রমিক হিসেবে চিন সীমান্তবর্তী(China Border) অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) কাজ করতে এসে নিখোঁজ হলেন ১৯ জন ভারতীয় শ্রমিক। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় এখান থেকে চিনের সিমান্ত মাত্র ৮০ কিলোমিটার। জানা গিয়েছে সীমান্ত (LAC) সংলগ্ন দামিন এলাকার রাস্তা তৈরির কাজ করতে অসম(Assam) থেকে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন ওই শ্রমিকরা(Worker)। সেখানেই গত ৫ জুলাই নিখোঁজ হন তাঁরা। ঘটনার জেরে সকলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, অরুণাচল প্রদেশে ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিকরা। ঠিকাদারের মতে, ইদ উপলক্ষে বাড়ি যেতে দেওয়া হয়নি শ্রমিকদের। সেই রাগেই কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁরা। গত ৫ জুলাই থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁদের। স্থানীয় পুলিশের অনুমান, জঙ্গল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন শ্রমিকরা। সেই সময়ই পথ হারিয়ে নিখোঁজ হয়েছেন তাঁরা। তবে কারওর মৃত্যুর কথা জানানো হয়নি। পাশাপাশি স্থানীয়দের দাবি, কুমে নদীতে ডুবে গিয়েছেন ওই শ্রমিকরা। কুরুং কুমের ডেপুটি কমিশনার নিঘি বেঙ্গিয়া জানিয়েছেন, “আমরা এইটুকু বলতে পারি, ১৯ জন শ্রমিক নিখোঁজ। সকলের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথা যাচাই করার জন্য আমরা পুলিশবাহিনী পাঠিয়েছি। পাহাড় এবং জঙ্গল থাকার কারণে অত্যন্ত দুর্গম ওই এলাকা। তার মধ্যেই তল্লাশি চালানো হচ্ছে।” এই ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে ৭ জনের পরিবারের তরফে অসম পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।


Related articles

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা...

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে...

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে...
Exit mobile version