Friday, December 12, 2025

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পেয়েছেন, তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জানালেন নিত্যানন্দ রাই

Date:

পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার নাম বদলের প্রস্তাব পেয়েছেন। কিন্তু এই বিষয়ে এখন কী সিদ্ধান্ত হয়েছে, তা জানালেন না স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai)। মঙ্গলবার, লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাব তাঁরা পেয়েছেন। বাংলা, ইংরেজি এবং হিন্দিতে-তিনটি ভাষাতে রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সরাসরি জানাননি মন্ত্রী।

এদিন, তৃণমূল (TMC) সাংসদ সাজদা আহমেদ (Sajda Ahmed) লোকসভায় জানতে চান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেশের বিভিন্ন শহরের নাম বদলাতে চেয়ে যে প্রস্তাব জমা পড়েছে সে বিষয়ে তারা কী পদক্ষেপ করছে? পাশাপাশি, ঐতিহ্যবাদী জায়গার নাম বদলানো সংক্রান্ত নির্দেশিকায় কোনওরকম বদল কেন্দ্র এনেছে কি না তাও জানতে চাওয়া হয়।

জবাবে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জানান, গত পাঁচ বছরে শহরের নাম বদলানোর যত প্রস্তাব তাঁদের কাছে এসেছিল তার সবকটিতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এলাকার নাম বদলানোর নির্দেশিকাতেও কোনও বদল আনেনি কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাবও তাদের কাছে এসেছে হলে জানান নিত্যানন্দ। যদিও ওই প্রস্তাব নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে তা জানায়নি স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন- প্রস্তুতি দেখতে ধর্মতলায় একুশের মঞ্চে অভিষেক, ঘুরে দেখলেন অস্থায়ী ক্যাম্পগুলিও

 

Related articles

দুবাইয়ের বুকে শাহরুখের নামে আকাশচুম্বী বহুতল, প্রথম দিনেই বিক্রি সব ফ্ল্যাট! 

একেই বলে 'কিং' ক্যারিশমা! শুধু তাঁর নামটুকুই যথেষ্ট, বাকি কাজ ফ্যানেরা করে দেবেন। ভারতীয় বিনোদন জগতের রোম্যান্স গুরুর...

রবিতে ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, দুপুর পর্যন্ত চলবে না কোনও গাড়ি

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৪ ডিসেম্বর রবিবার ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচল। গত কয়েক...

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...
Exit mobile version