২১ জুলাইয়েই কেন সভা করতে হবে? আদালতের প্রশ্নে মুখ পুড়ল বিজেপির !

নন্দীগ্রামের শহিদদের স্মরণে বরাবর এই দিন পালন করে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরই ২১ জুলাই শাসকদল তৃণমূল জনসভা করে শহিদ দিবস পালন করে। নন্দীগ্রামের শহিদদের স্মরণে বরাবর এই দিন পালন করে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, এ বছর ওই দিনই উলুবেড়িয়ায় সভা ডেকেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্য সেই সভার অনুমতি দেয় নি। বিজেপি এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করে ।মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে শুনানিতে আদালতের প্রশ্ন,২১ জুলাইয়েই কেন সভা করতে হবে? উলুবেড়িয়ার সভার তারিখ প্রসঙ্গে হাই কোর্ট জানতে চেয়েছে, ওই দিনের কোনও বিশেষ গুরুত্ব আছে কি? বরং আদালতের যুক্তি, এটা তো রবীন্দ্রজয়ন্তী নয় যে, ওই দিনই করতে হবে! ২২ বা ২৩ জুলাই করলে কী অসুবিধা হবে?

হাইকোর্টের এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন, কেন ওই দিনই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, তা তাঁকে জেনে বলতে হবে। আদালত তাঁকে দুপুর ৩টে ২০ মিনিটে কারণ জানানোর নির্দেশ দিয়েছে। ফের ওই সময়ে মামলাটির শুনানি হবে।

 

 

Previous articleবর্ষায় বিয়ে, কীভাবে করবেন ব্রাইডাল মেক আপ
Next articleখাদ্যপণ্যে GST-র প্রতিবাদে উত্তাল সংসদ, রাহুলের নেতৃত্বে ধরনা কংগ্রেসের