Sunday, November 9, 2025

জনরোষ সত্ত্বেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির চেয়ারে রনিল বিক্রমাসিংঘে

Date:

দেশের চরম সঙ্কটজনক পরিস্থিতির মাঝে বুধবার শ্রীলঙ্কার(Srilanka) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে(Ranil Wickeremesinghe)। গোতাবায়া রাজাপক্ষে(Gotabaya Rajapokshe) ইস্তফা দেওয়া পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি(Preciednt) হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এদিনের প্রেসিডেন্ট নির্বাচনে অবলিলায় জিতে গেলেন রনিল।

শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিরতা কাটাতে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন সাংসদরা। বুধবার রাষ্ট্রপতি নির্বাচনে ২২৩ জন সাংসদ ভোটে অংশ নিয়েছিলেন। তার মধ্যে ১৩৪টি ভোট পেয়ে জিতেছেন রনিল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাফেরুমা পেয়েছেন ৮২টি ভোট। এদিন নির্বাচনে জয়ের পর রনিল জানান, তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রসঙ্গত, এর আগে দু’বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রনিল। কিন্তু এই প্রথমবার জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

যদিও শুরু থেকেই দেশের সঙ্কটের জন্য রনিলকে দায়ী করেছিল শ্রীলঙ্কার জনতা। প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য লাগাতার আন্দোলন করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি ছিল প্রেসিডেন্ট পদে বসুক আলাফেরুমা। বিরোধী দলগুলিও তাঁকে প্রেসিডেন্ট হিসেবে চায়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাননি তিনি। প্রসঙ্গত, রাজাপক্ষেদের প্রিয়পাত্র হিসাবে পরিচিত রনিল বিক্রমাসিংঘে প্রেসিডেন্ট পদে বসতে পারেন, আগেই এমন অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। এবার সেটাই হলো শ্রীলঙ্কার রাজনীতিতে। এখন দেখার বিষয় প্রেসিডেন্ট পদে বসে দেশের গুরুতর সমস্যার সমাধান করতে পারেন কিনা বিক্রমাসিংঘে।


Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version