২১ জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে সমাবেশ। তার আগের দিন সবাইকে সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুনঃ জনরোষ সত্ত্বেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির চেয়ারে রনিল বিক্রমাসিংঘে
সমাবেশের বাকি আর মাত্র একদিন। প্রস্তুতি প্রায় শেষ। তৃণমূলের নেতা-কর্মী আবেগে ভরপুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের বীর শহিদদের মুখ স্মরণ করি এবং তাঁদের সর্বোত্তম আত্মত্যাগকে স্মরণ করি“। মমতা বলেন, এই সময় আবহাওয়া খারাপ থাকে। কিন্তু এই দিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে, এই সমাবেশ উপলক্ষ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না করে সেদিকে নজর রাখতে বলেছেন তৃণমূল সুপ্রিমো।
একই সঙ্গে সব রাজনৈতিক দলকেই এই সবাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান মমতা। বলেন, যাঁরা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাঁরা সংবাদ মাধ্যমে নজর রাখবেন।