Sunday, May 4, 2025

সঠিকভাবে ত্বকের যত্ন না নিলে আদতে সমস্যায় পড়তে হবে আপনাকে। বাজার থেকে রাসায়নিক উপকরণ না কিনে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিন। প্রকৃতিতে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, সারাক্ষণ রোদের তেজ অনুভূত হয় সকলের। আর উপযুক্ত ব্যবস্থা না নিলে সান ট্যান (Sun tan) এর সমস্যা হতে বাধ্য। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই সমস্যা দেখা যায়।

একনজরে দেখে নেওয়া যাক, বিশেষ ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্যাক কীভাবে ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।

প্রথমেই বলতে হয় অ্যালোভেরার (Alovera) কথা। এই গাছ খুব উপকারী। অনেকে বাড়িতেই রাখেন এই গাছ। এই অ্যালোভেরা গাছের পাতা কেটে তার ভিতর থেকে যে জেলটি রয়েছে তা বের করে নিতে হবে। তারপর তা মুখে লাগিয়ে নিন। স্কিন ট্যান দূর করতে এই পাতার রস ভীষণ কার্যকরী।

এবার বলি পরবর্তী পদ্ধতির কথা। বাড়িতে নিশ্চয়ই টমেটো (Tomato) আছে? তাহলে নিজের ত্বকের যত্ন নিতে এই সবজিকে কাজে লাগান।টমেটো চটকে নিয়ে তা মুখে লাগাতে হবে। অন্তত ১৫ মিনিট রাখার পর জলে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ বার এই প্যাক লাগালে নিজের চোখেই পরিবর্তন দেখতে পাবেন।

ত্বকের জন্য বেসন খুব কার্যকরী। দু চামচ বেসনের সঙ্গে যোগ করতে হবে লেবু, এক চামচ অলিভ অয়েল। এরপর মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে, বা শরীরের যে অংশে ট্যানিং রয়েছে সেখানে লাগিয়ে নিতে হবে। তারপর তা ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ বার অন্তত এই প্যাক ব্যবহার করলে মিলবে ফল।

আপনি এই বিষয়ে মধুর (Honey) কার্যকারিতা জানলে অবাক হবেন। লেবু আর মধু মিশিয়ে যদি মুখে বা ত্বকে লাগিয়ে রাখতে পারেন তাহলেই মিলবে উজ্জ্বল ত্বক। ১৫ মিনিট এটি লাগিয়ে রাখলেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে কতটা উজ্জ্বল হয়েছে।


Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version