Thursday, August 21, 2025

সুন্দরবনে বেড়াতে গিয়ে নিখোঁজ এক পর্যটক। মদ্যপ অবস্থায় নৌকায় চড়ার সময় এই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও অন্য ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:“নেত্রী মঞ্চে উঠতেই উধাও বৃষ্টি, নচিকেতার গলায় তখন তুমি আসবে বলে আকাশ মেঘলা…!”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। বয়স ৪৩ বছর। নিখোঁজ ওই ব্যক্তির বাড়ি বীরভূমের তারাপীঠ এলাকায়। বুধবার ১৪ জনের একটি দল সুন্দরবন বেড়াতে আসে। একটি জলযান ভাড়া নেন তাঁরা। অভিযোগ, জলযানে থাকাকালীন রাতে অতিরিক্ত মদ্যপান করেন তাঁরা। এরপর পাখিরালার টাইগার মোড়ের কাছে গোমর নদীতে ঘটে বিপত্তি। এমনকী মদ্যপান করতে করতে এক পর্যটক অসুস্থও হয়ে পড়েন। তাঁকে গোসাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নিখোঁজ হয়ে যান প্রসেনজিৎ নামের ওই পর্যটক। হাজার খোঁজে তাঁর সন্ধান না মেলায় স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেতেই ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবরে এখনও তার খোঁজ মেলেনি।

পুলিশের অনুমান, বর্ষাকালে নদীর জলস্তর বেড়েছে। তারমধ্যে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া চলছে। এমাতাবস্থায় একটু বেসামাল হলেই যেকোনও সময় বিপত্তি ঘটতে পারে। এক্ষেত্রেও অনেকটা তেমনি ঘটেছে। তবে নিখোঁজ পর্যটক জীবিত না মৃত তা নিয়ে বাড়ছে রহস্য।



 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version