Wednesday, August 27, 2025

একুশের সমাবেশ বোঝালো কাঁথিতেও মুছে গিয়েছে শান্তিকুঞ্জর অধিকারীদের মিথ

Date:

বছর কয়েক আগেও একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে অন্যতম বক্তা ছিলেন তিনি। এর আগে ২০১৯ সালে যখন একুশের সমাবেশ হয়েছিল, সেবার ধর্মতলার
সভা মঞ্চ থেকে মোদি-অমিত শাহ বিরোধী ঝাঁঝালো বক্তব্য রেখে ছিলেন। বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তৃণমূল ছেড়ে অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিও একুশের বিধানসভা ভোটের আগে অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে দলে নিয়েছে। কিন্তু পারফরম্যান্স প্রত্যাশার ধার কাছ দিয়ে যায়নি। বরং, তাঁর হাতে বঙ্গ বিজেপি সুরক্ষিত নয়, সেটা টের টের পাচ্ছেন দিল্লির নেতারাও।

সেই শুভেন্দু অধিকারীর এলাকা থেকে এবার একুশের সমাবেশে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক ভিড় জমিয়ে ছিলেন। যা শুভেন্দু তৃণমূলে থাককালীনও হয়নি। কাঁথি অধিকারীদের “গড়” বলে একটা সময় পরিচিত ছিল। কিন্তু সেই মিথ এখন অতীত। যতদিন যাচ্ছে, ততটা পূর্ব মেদনীপুরের কাঁথির বুক থেকে মুছে যাচ্ছে শান্তিকুঞ্জর অধিকারী পরিবারের নাম-নিশানা। একুশে জুলাই সমাবেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত।

শুধু কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূলের কর্মী-সমর্থক ধর্মতলার শহিদ সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বাস এসেছে ধর্মতলায়। সবমিলিয়ে পুরসভা এলাকা থেকে ২৫টির বেশি বাস কলকাতায় এসেছিল। এছাড়াও ছোট গাড়ি, প্রাইভেট কার এবং লোকাল ট্রেনে চেপেও কাঁথি থেকে প্রচুর মানুষ সমাবেশে যোগ দিয়েছিলেন।

কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘কাঁথি আর অধিকারীদের গড় নয়। কাঁথির আমজনতা দিদির সঙ্গেই। এবার শহিদ দিবসে যেভাবে শহরবাসী কলকাতার সমাবেশে যোগ দিয়েছেন, তা দেখে এটা স্পষ্ট যে, তাঁদের ওই উচ্ছ্বাস আর আবেগ স্বতঃস্ফূর্ত।’’

এদিকে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, ‘‘তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা থেকেই ২৪২টি বাস গিয়েছে ধর্মতলায়। সভা শেষে সকলেনিরাপদে বাড়িও ফিরে এসেছেন। কোথাও কোনও অসুবিধা হয়নি।’’

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version