Wednesday, November 12, 2025

একুশের সমাবেশ বোঝালো কাঁথিতেও মুছে গিয়েছে শান্তিকুঞ্জর অধিকারীদের মিথ

Date:

বছর কয়েক আগেও একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে অন্যতম বক্তা ছিলেন তিনি। এর আগে ২০১৯ সালে যখন একুশের সমাবেশ হয়েছিল, সেবার ধর্মতলার
সভা মঞ্চ থেকে মোদি-অমিত শাহ বিরোধী ঝাঁঝালো বক্তব্য রেখে ছিলেন। বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তৃণমূল ছেড়ে অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিও একুশের বিধানসভা ভোটের আগে অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে দলে নিয়েছে। কিন্তু পারফরম্যান্স প্রত্যাশার ধার কাছ দিয়ে যায়নি। বরং, তাঁর হাতে বঙ্গ বিজেপি সুরক্ষিত নয়, সেটা টের টের পাচ্ছেন দিল্লির নেতারাও।

সেই শুভেন্দু অধিকারীর এলাকা থেকে এবার একুশের সমাবেশে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক ভিড় জমিয়ে ছিলেন। যা শুভেন্দু তৃণমূলে থাককালীনও হয়নি। কাঁথি অধিকারীদের “গড়” বলে একটা সময় পরিচিত ছিল। কিন্তু সেই মিথ এখন অতীত। যতদিন যাচ্ছে, ততটা পূর্ব মেদনীপুরের কাঁথির বুক থেকে মুছে যাচ্ছে শান্তিকুঞ্জর অধিকারী পরিবারের নাম-নিশানা। একুশে জুলাই সমাবেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত।

শুধু কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূলের কর্মী-সমর্থক ধর্মতলার শহিদ সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বাস এসেছে ধর্মতলায়। সবমিলিয়ে পুরসভা এলাকা থেকে ২৫টির বেশি বাস কলকাতায় এসেছিল। এছাড়াও ছোট গাড়ি, প্রাইভেট কার এবং লোকাল ট্রেনে চেপেও কাঁথি থেকে প্রচুর মানুষ সমাবেশে যোগ দিয়েছিলেন।

কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘কাঁথি আর অধিকারীদের গড় নয়। কাঁথির আমজনতা দিদির সঙ্গেই। এবার শহিদ দিবসে যেভাবে শহরবাসী কলকাতার সমাবেশে যোগ দিয়েছেন, তা দেখে এটা স্পষ্ট যে, তাঁদের ওই উচ্ছ্বাস আর আবেগ স্বতঃস্ফূর্ত।’’

এদিকে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, ‘‘তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা থেকেই ২৪২টি বাস গিয়েছে ধর্মতলায়। সভা শেষে সকলেনিরাপদে বাড়িও ফিরে এসেছেন। কোথাও কোনও অসুবিধা হয়নি।’’

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version