Thursday, August 21, 2025

সকালে মা বলে ডাকবে তিন বছরের ছেলে। এমনই আশা করেছিলেন গৌরবের বাবা-মা। কিন্তু আঠারো ঘন্টা কেটে গেলেও কাঙ্খিত মা ডাক শুনতে পেলন না তিনি। ততক্ষণে পচন ধরেছে শিশুর মৃতদেহে। ধরেছে পিঁপড়েও। বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology) নির্ভর একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও মানুষ কতটা কুসংস্কারাচ্ছন্ন (Superstition) তার জ্বলন্ত উদাহরণ দক্ষিণ ২৪ পরগনার রাসখালির এই ঘটনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয় তিন বছরের ওই শিশুর। দুপুরে মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল ছোট্ট গৌরব। হঠাৎ ঘুম ভাঙতেই মা দেখেন ছেলে নেই। তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি। বহুক্ষণ পর বাড়ির পাশেই একটি পুকুরে ভাসতে দেখা যায় একরত্তির দেহ। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

একরত্তিকে গৌরবের দেহ নিয়ে বাড়ি ফেরার পরেই এলাকার মণ্ডলরা এসে বলেন, তাঁদের সন্তানের মৃত্যু হয়নি। রাত ১২টা নাগাদ ওই শিশুর নিথর দেহ একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তারা চলে যায়। যাওয়ার সময় বলে যায়, “কেউ যেন দরজা না খোলে। সকালে ছেলে মা, মা বলে ডেকে উঠবে।” মণ্ডলদের সেই কথায় বিশ্বাস করেন হতভাগ্য বাবা-মা।

সকালে পরিবারের লোকেরা ঘরে ঢুকে দেখেন, ওই শিশুর নিথর দেহে ততক্ষণে পচন ধরে গিয়েছে। পিঁপড়ে ধরে গিয়েছে দেহে। এই খবর পাওয়ার পরই মন্ডলদের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান।


Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version