Saturday, August 23, 2025

দ্রৌপদীর সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট অসম, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে

Date:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial Election) ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন তিনি। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর সমর্থনে বিরোধী শিবির(Opposition) থেকে দেখা গেল ব্যাপক ক্রস ভোটিং(Cross Vote)। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী শিবির।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এনডিএ-র চমক ছিল আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। যদিও জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে হাজারখানেক ভোট কম ছিল বিজেপির। তবে আদিবাসী নেত্রী হওয়ায় মুর্মুকে সমর্থন দিয়েছিল বিজেডি, জেএমএম-এর মতো দলগুলি। এনডিএর ২০ টি দল সহ সব মিলিয়ে ৪৪ টি দল সমর্থন করে এনডিএ প্রার্থীকে। তারপরও নির্বাচনে দেখা গেল বিপুল পরিমাণ ক্রসভোট। সুত্রের খবর, তৃতীয় রাউন্ডের শেষে ১৭ জন সাংসদ ও ১২৫ জনের বেশি বিধায়ক দ্রৌপদীর সমর্থনে দিয়েছেন ক্রস ভোট। সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত রিপোর্ট বলছে এই তালিকায় বিহারের ৬ জন, অরুণাচল প্রদেশে ১ জন, অসমে ২২ জন, ছত্তীসগঢ়ে ৬ জন, গোয়ায় ৪ জন, গুজরাটে ১০ জন, হরিয়ানায় ১ জন, হিমাচল প্রদেশে ২ জন, ঝাড়খণ্ডে ১০ জন, মধ্যপ্রদেশে ১৮ জন, মহারাষ্ট্রে ১৬ জন, মেঘালয়ে ৭ জন ক্রস ভোট দিয়েছেন। বাংলাতেও ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর এই ঘটনায় রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দ্রৌপদী মুর্মুর জাতিগত পরিচয়ের কারণে অনেকেই বিবেকের ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়েছেন। এদিক থেকে মোদি-শাহের চাল কার্যকর কয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে দলের চেয়ে জাতি গুরুত্ব পেয়েছে একাধিক রাজ্যে জনপ্রতিনিধিদের মধ্যে। অন্তত নির্বাচনী রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে।


Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version