ইডি গ্রেফতারের পরে নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। গ্রেফতার হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। শুক্রবার থেকে টানা ২৭ ঘণ্টা জেরার পরে শনিবার, সকাল দশটা নাগাদ নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয় পার্থকে।

গ্রেফতার পরে সিজিও (CGO) কমপ্লেক্সে নয় জোকা ইএসআই-তে (ESI) স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরোনোর পথে সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন তৃণমূল নেত্রীর কথা হয়েছে কি না? এর উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানান, “নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি”।
