বঙ্গবিভূষণ সম্মান বয়কট: দুই নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে আবেদন সুজনের

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারের পরেই ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। রাজ্য সরকারের প্রস্তাবিত বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার জন্য রাজ্যের দুই নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে আবেদন করেছেন সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। ২৫ তারিখ বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার কথা অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজনকে। নোবেলজয়ীদের চিঠি দিয়ে সুজন চক্রবর্তীর আবেদন দয়া করে একটা বার্তা দিন।

এবছর বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান হবে ২৫ জুলাই। উল্লেখযোগ্য অবদান রাখার জন্য অমর্ত্য সেন (Amartya Sen), অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Binayek Banerjee) ও কৌশিক বসুকে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে। সেই নিয়েই এই আবেদন সুজনের।

আরও পড়ুন:Health tips: ভরা বর্ষায় দই খাচ্ছেন? অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

 

Previous articleHealth tips: ভরা বর্ষায় দই খাচ্ছেন? অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?
Next articleউদ্বোধন হতে চলেছে হিন্দমোটরের রেলওয়ে কোচ ফ‍্যাক্টরির, উদ্বোধনের কথা মুখ্যমন্ত্রীর