Friday, December 26, 2025

পার্থর হাসপাতাল বদল নিয়ে রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন। কিন্তু সেখান থেকে তাঁকে সরাতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ইডি। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না পার্থ। হাসপাতালের বিরুদ্ধেও অভিযোগ কেন্দ্রের তদন্তকারী সংস্থার। হাইকোর্টে শুনানিতে ইডির (ED) আইনজীবী পার্থকে স্থানান্তরিত করার আর্জি জানান। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, জোকা ইএসআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত।

২৭ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতে পার্থর জামিন বাতিল হয়। এপরপর তিনি অসুস্থ হওয়ায় তাঁকে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এ। কিন্তু সেখানে তাদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ইডি। এই নিয়েই রবিরার হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানিতে বলা হয়, নিম্ন আদালতে তাঁকে তোলার আগে অন্য হাসপাতালে নিয়ে গেলে তারা ফিট সার্টিফিকেট দেয়। অথচ, তারপরও চিকিৎসায় বাধা দেয়নি ইডি। পার্থকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। কিন্তু ইডি-র আইনজীবীর অভিযোগ, ওই হাসপাতালে গেলে অফিসারদের সহযোগিতা করা হচ্ছে না।

বিচারপতি বিবেক চৌধুরী ইডির আইনজীবী শ্রীরাজুকে বলেন, দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পার্থকে পরীক্ষা করানো হোক। ইডির আইনজীবী দিল্লির বদলে কল্যাণী এইমসের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নস্যাৎ করে বিচারপতি চৌধুরীর জানান, ‘‘কল্যাণী এইমসের উপর আমার ভরসা নেই।’’ ভুবনেশ্বর এইমসে খোঁজ নেওয়ার কথা বলে বিচারপতি। তবে, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কোথাও নিয়ে যাওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানকার চিকিৎসকেরা এখানে এসে পরীক্ষা করবেন। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

 

 

spot_img

Related articles

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...