Thursday, August 21, 2025

বিজেপি নেতার রিসর্টে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা! উদ্ধার ৬ শিশু

Date:

রিসর্টের বন্ধ ঘরের দরজা খুলতেই রেরিয়ে এলো ছয় শিশু। যা দেখে তাজ্জব পুলিশ। খোদ বিজেপি নেতার রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধুচক্র’ব্যবসা! মেঘালয়ের রাজ্য বিজেপির সহ সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর রিসর্টের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল মেঘালয় রাজ্য রাজনীতি। পলাতক দলের সহ সভাপতি।

আরও পড়ুন:ফের স্বাস্থ্য পরীক্ষা অর্পিতার, আজই আদালতে তোলা হবে তাঁকে

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ, পশ্চিম গারো হিল জেলার রিম্পুর মালিকাধীন এক রিসর্টে অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় ছয়জন শিশু।  প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই রিসর্টেই মধুচক্রের আসর চলতো। এই ঘটনার সঙ্গে যুক্ত ৭৩ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। যদিও রিম্পুর খোঁজ এখনও পায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, যখন ওই শিশুদের উদ্ধার করা হয় তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে তারা ভালভাবে কথা বলতে পারছিল না। শুধু মধুচক্র নয়, শিশু ও নারীপাচার চক্রের সঙ্গেও বিজেপি নেতার যোগাযোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। আর এমন অভিযোগ আসার পর থেকেই রিসর্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

যদিও পুলিশের দাবি মানতে নারাজ মেঘালয়ের রাজ্য বিজেপির সহ সভাপতি বার্নার্ড এন মারাক। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে পুলিশের আনা অভিযোগ মিথ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। ওই রিসর্ট থেকে যাদের উদ্ধার করা হয়েছে তারা কেউই আশালীন কাজের সঙ্গে যুক্ত নয়।









Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version