Thursday, August 21, 2025

তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। রবিবার, স্বাস্থ্য পরীক্ষা করে বেরনোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা নগদ। সঙ্গে বিপুল পরিমাণ গয়না ও বিদেশী মুদ্রা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবিবার তাঁকে ফের নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে ঢোকার সময় তিনি বলেন, ”আইন আইনের পথে চলবে। আইনের উপর আমার পূর্ণ আস্থা আছে।”

শনিবার গ্রেফতার হওয়ার পর সিজিও কমপ্লেক্সে রাখা হয় অর্পিতাকে। সেখান থেকে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কোন পার্টির?’ জবাবে অর্পিতা বলেন, ”আমি কোনও পার্টির নই।” তবে, ওই বিপুল টাকা তাঁর কাছে কীভাবে এসেছে, সেই বিষয়ে কোনো উত্তর দেননি অর্পিতা। শনিবারই, তৃণমূলের তরফ থেকে জানানো হয়, অর্পিতার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এদিন একই কথা জানালেন অর্পিতাও। জোকা ইএসআই থেকে বেরিয়ে অর্পিতাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্কশাল আদালতে। সেখানে ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

 

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version