Sunday, August 24, 2025

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

Date:

২৭ ঘণ্টা জেরার পর এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু শনিবার গ্রেফতারির পরই অসুস্থতাবোধ করেন পার্থ। এরপর আদালতের নির্দেশে তাঁকে ভর্তি করা হয় এসএসকেম-এ। রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম।আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে পার্থর বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ তাঁর শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করবেন ।

আরও পড়ুন:স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে

প্রসঙ্গত, শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু’ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে যায় পার্থর কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় এসএসকেএম হাসপাতালে। ৭ টা ৪৫ নাগাদ একজনের কাঁধে ভর দিয়ে নামতে দেখা যায় পার্থকে। এরপর হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে আসা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।হাইকোর্টের নির্দেশে এসএসকেম-এ ভর্তির পর রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা। যদিও আজ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।









Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version