Sunday, January 11, 2026

আজ স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদালতে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে

Date:

Share post:

আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে। তার আগে ফের একবার জোকার ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে বের করে অর্পিতাকে গাড়িতে তোলা হয়। এরপর জোকার ইএসআই হাসপাতালের উদ্দেশে তাঁকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। পৌনে একটা নাগাদ জোকা হাসপাতালে পৌঁছন অর্পিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুন:মামার বাড়ির পাশেই অট্টালিকা অর্পিতার, পার্থ ধরতেন পুকুরের মাছ

প্রসঙ্গত, রবিবার অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হলে তাঁকে একদিনের হেফাজতে রাখতে চেয়ে আবেদন করেন ইডির আইনজীবীরা। সেইমতো অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এরপর রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ চালান ইডির আধিকারিকরা।

রবিবার অর্পিতার মামলার শুনানিতে আদালতে ইডির আইনজীবী বলেন, ‘পিয়াজের খোসার মতো ছাড়ালেই নতুন তথ্য বেরিয়ে আসছে। আলিবাবার বাক্সের মতো, খুললেই ধনরত্ন বেরিয়ে আসছে।’ ইডির আইনজীবীর দাবি, এটি হিমশৈলের চূড়া মাত্র। শিক্ষা ক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতির অভিযোগে যে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেই বেআইনি টাকার একটি ছোট্ট অংশ উদ্ধার করা হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইডি সূত্রের দাবি, এই ক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায় এমন এক সূত্র, যে সূত্র ধরে এগোতে পারলে বাকি লেনদেনের সূত্র পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। টালিগঞ্জে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা, দেড় কেজি সোনার গয়না এবং লক্ষাধিক ডলারের বেশি বিদেশি মুদ্রা ।এরপরই ইডি তাঁকেও গ্রেফতার করে।  যদিও অর্পিতার দাবি, ‘আমার কোনও দোষ নেই। এসব বিজেপির চাল’।









spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...