Monday, August 25, 2025

গতও কয়েকদিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের  উপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা এক ধাক্কায় অনেকটাই কমেছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৬। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমেছে। একদিনে দেশের কোভিডের বলি ৪১ জন। এই সংখ্যা রবিবারের তুলনায় সামান্য বেশি।

আরও পড়ুন:উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স!এ বার তেলেঙ্গানায় এক ব্যক্তির শরীরে মিলল উপসর্গ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,০২১। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,০১৫ জন। এর পরে রয়েছে তামিলনাড়ু (১,৯৪৫), পশ্চিমবঙ্গ (১,৮১৭), কর্নাটক (১,১৫১) ও ওড়িশা (১,০১১)।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কেরলেই ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ছয় জন, পঞ্জাবে চার জন, দিল্লি ও সিকিমে দু’জন এবং উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, বিহার অসম, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরায় কোভিডে আক্রান্ত হয়ে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৮,১৪৮ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৬৭০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।









Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version