Sunday, November 2, 2025

ED র‍্যাডারে ভুবনেশ্বরে অর্পিতার ঝটিকা সফর, পার্থর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট

Date:

কোটি কোটি টাকার হদিশ পাওয়ার পর মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের লেনদেন সংক্রান্ত বিষয়টি নিয়ে একের পর ব্রেক থ্রু পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার ইডির র‍্যাডারে ভুবনেশ্বরে অর্পিতার ঝটিকা সফর, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে জয়েন্ট ব্যাঙ্ক একাউন্ট।

সপ্তাহ দুয়ের আগে অর্পিতার ভুবনেশ্বর সফর নিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন, সেখানে মাত্র দু’ঘণ্টা কাটিয়ে কলকাতায় ফিরে আসেন তিনি। কিন্তু ভিনরাজ্যে মাত্র দু’ঘন্টার জন্য কী করতে গিয়েছিলেন অর্পিতা? ইডির সন্দেহ টাকা পাচার ও নথি সরাতে তিনি ভুবনেশ্বর গিয়েছিলেন। মোবাইলের সূত্র ধরেই ইডি জেনেছে, দিন পনেরো আগে অর্পিতার অবস্থান ছিল ভুবনেশ্বরে। বিমান নয়, সড়ক পথেই গাড়ি করেই সেদিন তিনি ভুবনেশ্বরে যান। সঙ্গে ছিল একটি সুটকেস ও দু’জন নিরাপত্তারক্ষী। মাত্র দু’ঘণ্টা কাটিয়ে ভোররাতে ফিরে আসেন কলকাতায়।

অর্পিতার পাঁচটি লকারের খোঁজ মিলেছে বলে ইডি সূত্রের খবর। মিলেছে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান। তদন্তকারীদের দাবি, এর মধ্যে একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সমস্ত কিছু খতিয়ে দেখা শুরু হয়েছে। একইসঙ্গে নথি ঘেঁটে ইডি তদন্তকারীরা জানতে পেরেছেন, বেশ কিছু বিনিয়োগে প্রাক্তন শিক্ষামন্ত্রী নমিনি করেছিলেন অর্পিতাকে। ফলে নগদ এবং অন্যান্য সম্পত্তি মিলিয়ে ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন:দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ যাত্রী, আহত ২০

 

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version