ফুলঝোড় উপসংশোধনাগারে পাঁচিল টপকে পালানো ৩ বন্দির একজনকে ধরল পুলিশ

জানা গিয়েছে, রবিবার বিকেলে কয়েদিদের গোনার সময় ধরা পড়ে পালানোর বিষয়টি। একাধিক গামছা দিয়ে লম্বা দড়ি তৈরি করে পাঁচিল টপকে পালিয়েছে ৩ বন্দি।

0
1

দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগারের পাঁচিল টপকে পলাতক তিন বন্দির মধ্যে একজনকে ধরেছে পুলিশ। ওই আসামীকে মলানদিঘীর জঙ্গল থেকে ধরা হয়েছে। তবে বাকি আরও দুই জন বন্দি এখনও পলাতক। ধৃতকে নিয়েই আরও দুই আসামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে কাঁকসার মলানদিঘীর পুলিশ।জানা গিয়েছে, রবিবার বিকেলে কয়েদিদের গোনার সময় ধরা পড়ে পালানোর বিষয়টি। একাধিক গামছা দিয়ে লম্বা দড়ি তৈরি করে পাঁচিল টপকে পালিয়েছে ৩ বন্দি।
এরা হলেন, ভুবন নিয়োগী, মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিধ‍্যা। এই খবর জানাজানি হতেই তদন্ত শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরা মলানদিঘীর জঙ্গল হয়ে পালানোর চেষ্টা করে। তখনই সোমবার ভোর রাতে হাতেনাতে ধরা পড়ে ভুবন নিয়োগী। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার এসিপি সুমন জেসওয়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই দাগী দুষ্কৃতী। তাদের সঙ্গে ভিনরাজ্যের যোগাযোগ থাকায় ঝাড়খণ্ড পুলিশকেও ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে।