Wednesday, November 12, 2025

বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর থানা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী

Date:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সোমবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বহরমপুর থানা (Berhampore Police Station। এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ ৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এঁদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। মালখানায় বাজেয়াপ্ত করে রাখা পুরনো মোবাইলের ব্যাটারি থেকেই এই বিস্ফোরণ বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হঠাৎ করে কেন মোবাইলে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বহরমপুর থানার দোতলায় একটি ঘরে বাজেয়াপ্ত করা মোবাইল সহ অন্যান্য সামগ্রী রাখা থাকে। এদিন দুপুরে সেই ঘরের ভিতরেই আচমকা জোরাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে উপস্থিত ৪ পুলিশকর্মী আহত হয়েছেন। যার মধ্যে এক এসআই সহ ১ সিভিক ভলান্টিয়ার এবং ১ ভিলেজ পুলিশকর্মী রয়েছেন। বর্তমানে তাঁরা সকলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি (Murshidabad Medical College & Hospital)। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

থানার ভিতরে বিস্ফোরণের ঘটনায় এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে বহরমপুর থানার পুলিশকর্মীদের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত মোবাইলের ব্যাটারি থেকেই বিস্ফোরণ ঘটেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক তদন্তকারী দলও। তবে ঠিক কী কারণে এই জোরাল বিস্ফোরণ তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version